হোম > প্রযুক্তি

ইউটিউবের অটো ডাবিংয়ে যোগ হলো হিন্দিসহ আরও কয়েকটি ভাষা

ছবি: সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউটিউবের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওগুলো ইংরেজি থেকে ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা যাবে। একইভাবে এই ভাষাগুলোর ভিডিও ইংরেজিতে রূপান্তর করা যাবে।

এই টুল বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা শিক্ষামূলক বা তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন। তবে ইউটিউব শিগগিরই অন্যান্য ক্রিয়েটরদের জন্যও এই ফিচারটি উন্মুক্ত করবে।

ক্রিয়েটরেরা তাদের ভিডিও আপলোড করার পর, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ভাষা শনাক্ত করবে এবং ডাব করা সংস্করণ তৈরি করবে। ডাব করা ভিডিওগুলো ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজ সেকশন’-এ পাওয়া যাবে।

ক্রিয়েটরেরা ডাব করা ভিডিওগুলো প্রিভিউ করে তাদের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে পারবেন। যদি কোনো সংস্করণ অসন্তোষজনক হয়, তারা সেটি অপ্রকাশিত বা মুছে ফেলতে পারবেন।

ডাব করা ভিডিওগুলো ‘অটো-ডাবড’ হিসেবে চিহ্নিত থাকবে, যেন স্বচ্ছতা বজায় থাকে। দর্শকেরা ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন, যা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে সহজেই করা যায়।

ভাষা পরিবর্তন করতে দর্শকেরা গিয়ার আইকনে ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। ভিডিওতে একাধিক ভাষার ডাবড সংস্করণ থাকলে ‘অটো-ডাবড’ সেকশন ভিডিওর বিবরণে দেখা যাবে।

আগে এই টুলটি শুধু ইংরেজি থেকে স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের ফলে এখন আরও বেশি ভাষায় ভিডিও ডাব করা সম্ভব হবে।

এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, ফলে ক্রিয়েটরদের অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। ইউটিউবের এআই প্রযুক্তি ভিডিও ডাব করার সবকিছু পরিচালনা করে। যদিও ইউটিউব বলেছে, টোনালিটি সঠিকভাবে মেলে এমন উদাহরণ রয়েছে, তবে প্রযুক্তিটিকে এখনো উন্নত করা হচ্ছে। তাই সব সময় নিখুঁত নাও হতে পারে।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি