হোম > প্রযুক্তি

শর্ট ভিডিও পোস্ট থেকে আয় করে ২৫ শতাংশ ইউটিউব ক্রিয়েটর 

টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ইউটিউব বলেছে,  শর্টস প্রতিদিন গড়ে ৭ হাজার কোটিবার ভিউ হয় ও প্ল্যাটফর্মটির ২৫ শতাংশ চ্যানেল শর্টস তৈরি করে আয় করে। 

২০২২ সালে শর্টস থেকে আয় করার সুবিধা দেয় ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামটিকে (ওয়াইপিপি) আরও প্রসারিত করা হয়। বড়–দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করার জন্য চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে। 

তবে ২০২৩ সালের প্রথমদিকে বলা হয়, শর্টের ক্রিয়েটরদের আয়ের জন্য ১ হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। এসব ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিও থেকে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবে। 

ইউটিউবের শর্টসের ক্রিয়েটররা অন্যভাবেও আয় করতে পারে। ইউটিউব বলছে, ৮০ শতাংশ ওয়াইপিপি প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা শর্টসের পাশপাশি বড় দৈর্ঘ্যের বিজ্ঞাপন, ফ্যানদের তহবিল ফ্যান ফান্ডিং, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, শপিং ফিচার ও অন্যান্য উপায়ে আয় করতে পারে। 

এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, শর্টস তৈরি করা কোনো স্বতন্ত্র প্রচেষ্টা নয় বরং এটি নির্মাতাদের বৃহত্তর ব্যবসার একটি দিক হিসেবে কাজ করে। 
ইউটিউব বলছে, ১৬ বছরের ওয়াইপিপি প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি নির্মাতাকে অন্তর্ভুক্ত করেছে এবং গত তিন বছরে নির্মাতা, শিল্পী এবং মিডিয়া সংস্থাগুলোকে ৭ হাজার কোটি ডলার অর্থ প্রদান করেছে ৷ এই সংখ্যা অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি। 

টিকটককে  নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এই মাসে যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিদলীয় সমর্থনে ৩৫২–৬৫ ভোটে টিকটক নিষেধাজ্ঞা দেওয়ার বিলটি পাস হয়। আইন হতে বিলটিতে সিনেটের অনুমোদন লাগবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে টিকটকের কার্যক্রমকে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র:টেকক্রাঞ্চ

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব