হোম > প্রযুক্তি

ইইউর জরিমানা ঠেকাতে সার্চে পরিবর্তন আনছে গুগল

আজকের পত্রিকা ডেস্ক­

এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।

নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।

এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র‍্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।

প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’

প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি