হোম > প্রযুক্তি

ইইউর জরিমানা ঠেকাতে সার্চে পরিবর্তন আনছে গুগল

আজকের পত্রিকা ডেস্ক­

এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।

নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।

এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র‍্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।

প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’

প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট