হোম > প্রযুক্তি

‘সাবধানে অনলাইনে’

ফিচার ডেস্ক

জাগো ফাউন্ডেশন এবং টিকটকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন। দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতনতার জন্য ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠান দুটি।

২০২২ সালে শুরু হওয়া এই ক্যাম্পেইন এ পর্যন্ত ১ লাখের বেশি তরুণ-তরুণীকে অনলাইন নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে একটি ইয়ুথ অ্যাম্বাসেডর ট্রেনিং ক্যাম্প আয়োজিত হয়েছিল। সেখানে দেশের ৬৪টি জেলা থেকে ১২৮ জন ইয়ুথ অ্যাম্বাসেডর অংশগ্রহণ করেন। তাঁদের অনলাইন নিরাপত্তা, টিকটক সেফটি টুলস এবং কমিউনিটিতে সচেতনতা তৈরির কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অ্যাম্বাসেডররা তাঁদের নিজ নিজ জেলায় নানা সচেতনতামূলক সেশন পরিচালনা করেন। সেগুলোর প্রতিটি সেশনে প্রায় ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন। এই সেশনগুলোতে অনলাইন হুমকি, ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা করা হয়।

ক্যাম্পেইনের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল ইয়ুথ অ্যাম্বাসেডর ক্যাম্পাস অ্যাকটিভেশন কর্মসূচি। ইয়ুথ অ্যাম্বাসেডররা দেশজুড়ে ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়ার্কশপ আয়োজন করেন। সেগুলোর মাধ্যমে প্রায় ১ লাখ শিক্ষার্থী অনলাইন নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। এরপর ৮টি বিভাগে ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়। সেসব সেশনে অ্যাম্বাসেডররা তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ার করেন। ক্যাম্পেইনের চূড়ান্ত পর্ব হিসেবে সম্প্রতি ঢাকায় ‘ন্যাশনাল অনলাইন সেফটি ডায়ালগ’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, গবেষক, আইটি বিশেষজ্ঞ এবং ইয়ুথ অ্যাম্বাসেডররা অনলাইন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব