হোম > প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে নির্মাণশ্রমিকের সংকট নিরসন করবে ২০ ফুট এআই রোবট

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়ালমার্টের দুটি গুদাম সম্প্রসারণে আরআইসি–এম ১ প্রো রোবট ব্যবহার করা হয়। ছবি: দ্য রেজিস্টার

অদূর ভবিষ্যতে নির্মাণশ্রমিকদের কাজের সঙ্গী হতে পারে ২০ ফুট উচ্চতার স্বয়ংক্রিয় এআই রোবট। কারণ, নতুন রোবটটি ঝালাই, কাঠামো নির্মাণ এবং থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে ভবন তৈরি করতে পারে। এই রোবটের মাধ্যমে নির্মাণশিল্পের কাজের ধরন সম্পূর্ণভাবে বদলে দিয়ে যুক্তরাষ্ট্রে নির্মাণশ্রমিকের সংকট নিরসনের চেষ্টা করা হবে।

এই রোবটের নাম জাইরেক্স, যা তৈরি করছে ক্যালিফোর্নিয়ার আরআইসি রোবটিকস। কোম্পানির দাবি, ২০২৬ সালের শুরুর দিকে এটি একটি কার্যকরী প্রোটোটাইপ হিসেবে তৈরি হবে এবং এটি রোবট শিল্পে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।

আরআইসি রোবটিকস দাবি করছে, জাইরেক্স নির্মাণশিল্পের দুটি বড় সমস্যা সমাধান করবে—একজন দক্ষ শ্রমিকের অভাব এবং বিপজ্জনক কাজের পরিবেশ।

এই রোবটের প্রয়োজনীয়তা তুলে ধরতে কোম্পানিটি কয়েকটি পরিসংখ্যান তুলে ধরেছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে নির্মাণশিল্পে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। মোট ১ হাজার ৭৫ জন কর্মী প্রাণ হারিয়েছেন। জাইরেক্স তার কার্যক্ষমতা দিয়ে কাজের সাইটে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।

এ ছাড়া ২০২৫ সালে নির্মাণশিল্পের চাহিদা পূরণ করতে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৩৯ হাজারেও বেশি দক্ষ নির্মাণশ্রমিক প্রয়োজন হবে। তবে এই চাহিদা পূরণে দেশটিতে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে শ্রমিক নিয়োগ এবং অন্যান্য খরচ বেড়ে যেতে পারে।

সাধারণ নির্মাণকাজে পারদর্শী জাইরেক্স রোবট। এটি বিশাল আকারের হলেও উচ্চ মানের ও সূক্ষ্ম ধরনের কাজ করতে পারবে। এতে থাকবে লিডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) এবং ভিজুয়াল সেনসর, যা ভিএলএ এআই মডেলের মাধ্যমে পরিচালিত হবে। ফলে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন পরিবর্তনশীল পরিবেশে কার্যকরভাবে কাজ করতে পারবে রোবটটি। যদিও প্রথমে এটি মানব পর্যবেক্ষণের অধীনে কাজ করবে, তবে ভবিষ্যতে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে।

প্রথম দিকে মানব অপারেটররা ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) এবং শারীরিক সিমুলেটর ব্যবহার করে রোবটটি পরিচালনা করবেন। আর লিডার এবং ভিজুয়াল সেন্সর ব্যবহার করে লাইভ ডেটা সংগ্রহ করবে রোবটটি। এই ডেটা ডিজিটাল বিল্ডিং ইনফরমেশন মডেল (বিআইএম) এর সঙ্গে তুলনা করে সঠিকতা ও গুণমান নিশ্চিত করবে। পরবর্তী সময়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে জাইরেক্স।

অন্যান্য রোবটের মতো মানুষকে অনুকরণ করতে নির্মিত হয়নি এই রোবট। বরং এটি নির্মাণকাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি ভারী কাজ যেমন: মালামাল পরিবহন, ওয়েল্ডিং, থ্রিডি প্রিন্টিং কাজের জন্য উপযুক্ত।

আরআইসির প্রতিষ্ঠাতা জিয়ু জু বলেছেন, ‘আমরা শুধু আরেকটি রোবট তৈরি করছি না, আমরা নির্মাণশিল্পের ভবিষ্যৎ নির্মাণ করছি। জাইরেক্সের মাধ্যমে এই শিল্পের শ্রমিকসংকটের সমাধান করছি, শক্তিশালী রোবটিকসের মাধ্যমে দক্ষ কাজ করতে সক্ষম হচ্ছি।’

জাইরেক্স রোবটের দাম ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলারের নিচে হতে পারে এবং এর মাসিক ভাড়া শুরু হবে ২০ হাজার ডলার থেকে।

এর আগের থ্রিডি কনস্ট্রাকশন রোবট আরআইসি–প্রিমাস মডেলের সক্ষমতার ওপর ভিত্তি করে জাইরেক্স তৈরি করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের টেনেসি ও আলাবামায় অবস্থিত ওয়ালমার্টের দুটি গুদাম সম্প্রসারণে আরআইসি-এম ১ প্রো রোবট ব্যবহার করা হয়। রোবটটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এসব গুদাম সম্প্রসারণ করেছিল।

তথ্যসূত্র: দ্য রেজিস্টার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি