হোম > প্রযুক্তি

স্মার্টফোনের ক্রোম ব্রাউজারের ট্যাবও মিনিমাইজ করা যাবে

ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে। 

কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে। 

তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না। 

ফিচারটি যেভাবে কাজ করে
 ১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে। 
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে। 
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে। 
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে। 
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন। 
 
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে। 

তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব