হোম > প্রযুক্তি

স্মার্টফোনের ক্রোম ব্রাউজারের ট্যাবও মিনিমাইজ করা যাবে

ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে। 

কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে। 

তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না। 

ফিচারটি যেভাবে কাজ করে
 ১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে। 
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে। 
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে। 
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে। 
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন। 
 
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে। 

তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও