হোম > প্রযুক্তি

ওয়েস্টার্ন ডিজিটালের কারখানায় দূষণ, ৬৫০ কোটি গিগাবাইট মেমোরি চিপ নষ্ট

প্রযুক্তি ডেস্ক

বাজারে চিপের ঘাটতিতে গ্রাফিকস কার্ড, র‍্যাম-রম ও মাদারবোর্ডসহ ইলেকট্রনিক্সের বাজারে সঙ্কট ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারখানায় দূষণের কারণে বিপুল পরিমাণ মেমোরি নষ্ট হয়ে যাওয়ার খবর এলো। নষ্ট মেমোরি চিপগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৬৫০ কোটি গিগাবাইট। এই ঘটনা বিশ্বের ইলেকট্রনিকসের বাজারে আরেকটি বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

এমন ঘটনা ঘটেছে জাপানের দুটি কারখানায়। বৈশ্বিক কম্পিউটার বিষয়ক ম্যাগাজিন পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

ওয়েস্টার্ন ডিজিটাল মিডিয়া ও কিওক্সিয়া নামে দুটি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় থাকা ওই কারখানায় দুর্ঘটনাবশত কয়েক লাখ ফ্ল্যাশ স্টোরেজ তৈরির উপাদান দূষিত হয়েছে।

তবে ঘটনা ঠিক কী ঘটেছে কিংবা কীভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এটি স্পষ্ট যে, অন্তত ৬৫০ কোটি গিগাবাইট ধারণ ক্ষমতার স্টোরেজ নষ্ট হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত পরিমাণ দ্বিগুণেরও বেশি। 

উল্লেখ্য, ওয়েস্টার্ন ডিজিটাল মিডিয়া ও কিওক্সিয়া তাদের স্টোরেজগুলো কম্পিউটার স্টোরেজ ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং অন্যান্য পোর্টেবল স্টোরেজ এবং স্মার্টফোনের জন্য স্টোরেজ সরবরাহ করে থাকে। 

বিশ্লেষকদের অনুমান, বিপুল পরিমাণ স্টোরেজ নষ্ট হওয়ার ফলে বিশ্বব্যাপী সব ধরনের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন আরও বেশি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হবে। এর কারণে ২০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি