হোম > প্রযুক্তি

ওয়েস্টার্ন ডিজিটালের কারখানায় দূষণ, ৬৫০ কোটি গিগাবাইট মেমোরি চিপ নষ্ট

প্রযুক্তি ডেস্ক

বাজারে চিপের ঘাটতিতে গ্রাফিকস কার্ড, র‍্যাম-রম ও মাদারবোর্ডসহ ইলেকট্রনিক্সের বাজারে সঙ্কট ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারখানায় দূষণের কারণে বিপুল পরিমাণ মেমোরি নষ্ট হয়ে যাওয়ার খবর এলো। নষ্ট মেমোরি চিপগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৬৫০ কোটি গিগাবাইট। এই ঘটনা বিশ্বের ইলেকট্রনিকসের বাজারে আরেকটি বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

এমন ঘটনা ঘটেছে জাপানের দুটি কারখানায়। বৈশ্বিক কম্পিউটার বিষয়ক ম্যাগাজিন পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

ওয়েস্টার্ন ডিজিটাল মিডিয়া ও কিওক্সিয়া নামে দুটি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় থাকা ওই কারখানায় দুর্ঘটনাবশত কয়েক লাখ ফ্ল্যাশ স্টোরেজ তৈরির উপাদান দূষিত হয়েছে।

তবে ঘটনা ঠিক কী ঘটেছে কিংবা কীভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এটি স্পষ্ট যে, অন্তত ৬৫০ কোটি গিগাবাইট ধারণ ক্ষমতার স্টোরেজ নষ্ট হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত পরিমাণ দ্বিগুণেরও বেশি। 

উল্লেখ্য, ওয়েস্টার্ন ডিজিটাল মিডিয়া ও কিওক্সিয়া তাদের স্টোরেজগুলো কম্পিউটার স্টোরেজ ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং অন্যান্য পোর্টেবল স্টোরেজ এবং স্মার্টফোনের জন্য স্টোরেজ সরবরাহ করে থাকে। 

বিশ্লেষকদের অনুমান, বিপুল পরিমাণ স্টোরেজ নষ্ট হওয়ার ফলে বিশ্বব্যাপী সব ধরনের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন আরও বেশি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হবে। এর কারণে ২০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট