হোম > প্রযুক্তি

স্যামসাং টি৭ শিল্ডে ফাইল ট্রান্সফার করা যাবে ঝড়ের গতিতে

অনিন্দ্য চৌধুরী অর্ণব

প্রথমে হুবহু সাবানের বারের মতো দেখায়! আসলে তা নয়। এটি স্যামসাং নতুন পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এ নতুন এসএসডি স্টোরেজ ডিভাইসটি টেকসই। আবহাওয়ার চরম পরিস্থিতিতেও টি৭ শিল্ড পিএসএসডি ব্যবহার করা যাবে, ডিভাইসটি সব ফাইল ও কাজকে সুরক্ষিত রাখবে। তবে রয়েছে কিছু শর্ত।

নতুন এই স্যামসাং স্টোরেজ ডিভাইসে ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ইউএসবির মাধ্যমে এটি চার্জ করা যাবে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পি৬৫ রেটিং পাওয়া এই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক গ্যাজেটের সঙ্গে কম্প্যাটিবল এটি। নীল, কালো ও সাদা—মোট তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড স্টোরেজ ডিভাইসটি।

সুপার ফাস্ট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে স্টোরেজ ডিভাইসটি। এটি ১ হাজার ৫০ এমবি/এস-এ ফাইল রিড করতে পারে এবং ১ হাজার এমবি/এস-এ ফাইল রাইট করতে পারে। স্যামসাংয়ের তরফে বলা হচ্ছে, সাধারণত যেসব এক্সটার্নাল এইচডিডি ডিভাইস আমরা দেখতে পাই, সেগুলো থেকে অন্তত ৯ দশমিক ৫ গুণ দ্রুত ফাইল ট্রান্সফারে দক্ষ ডিভাইসটি।

এই এসএসডি স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করলে যেকোনো ফাইল ট্রান্সফারে সুরক্ষা পাওয়া যাবে। কারণ, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। ম্যাক থেকে শুরু করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস, গেমিং কনসোলসহ আরও অনেক কিছুর সঙ্গে পেয়ার করা যেতে পারে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এটি বহনযোগ্য। এর ওজন মাত্র ৯৮ গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এটি ৮৮×৫৯×১৩ মিলিমিটার। স্যামসাং টি৭ শিল্ড পিএসএসডি কিনতে গেলে এর ২ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সাদা, নীল ও কালো রঙের ১ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭ হাজার টাকা।

তথ্যসূত্র: স্যামসাং

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি