হোম > প্রযুক্তি

গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে 

গুগল ম্যাপসে দ্রুত দিকনির্দেশনা পাওয়ার জন্য অনেকেই নিজের বাসার ঠিকানা যুক্ত করেন। এর ফলে বারবার টাইপ করে ঠিকানা খোঁজার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তবে বাসা পরিবর্তন করা হলে ঠিকানাও পরিবর্তন করতে হয়। আগের ঠিকানা মুছে ফেলে নতুন ঠিকানা যুক্ত করা খুবই সহজ। 

অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আইফোন ও ডেস্কটপ থেকে গুগল ম্যাপসে বাসার ঠিকানা খুব সহজেই পরিবর্তন করা যায়। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে 
১. গুগল ম্যাপস অ্যাপ চালু করুন। 
২. ওপরের ডান দিকের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
৩. মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৪. এরপর ‘এডিট হোম অর ওয়ার্ক’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন। 
৫. ‘হোম’ অপশনের পাশে তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে। 
৬. মেনু থেকে ‘রিমুভ হোম’ অপশন নির্বাচন করুন। 
৭. আবার ‘হোম’ অপশনে ট্যাপ করুন এবং বাসার নতুন ঠিকানা সার্চ বারে টাইপ করুন। 
৮. ফলাফলগুলো থেকে নিজের ঠিকানা বেছে নিন। এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। 

আইফোনের মাধ্যমে 
আইফোনে ম্যাপসের ঠিকানা পরিবর্তন করার প্রক্রিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ভিন্ন। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আইফোনের গুগল ম্যাপসের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। 
১. আইফোন থেকে গুগল ম্যাপস অ্যাপ চালু করুন। 
২. ওপরের ডান দিকের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
৩. মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৪. নিচের দিকে স্ক্রল করে এডিট ‘হোম বা ওয়ার্ক’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘লেবেলড’ ট্যাবে ট্যাপ করুন। 
৫. ‘হোম’ অপশনের পাশে তিন ডট আইকোনে ট্যাপ করুন। 
৬. মেনু থেকে ‘রিমুভ হোম’ অপশন নির্বাচন করুন। 
৭. আবার ‘হোম’ অপশনে ট্যাপ করুন এবং বাসার নতুন ঠিকানা সার্চ বারে টাইপ করুন। 
৮. ফলাফলগুলো থেকে নিজের ঠিকানা বেছে নিন। এরপর ‘ডান’ বা ‘ফিনিশড’ অপশনে ট্যাপ করুন। 

গুগল ম্যাপস ওয়েবসাইটের মাধ্যমে 
১. যেকোনো ব্রাউজার থেকে গুগল ম্যাপস সার্চ করুন ও এর ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. বাম পাশের ওপরে হ্যামবার্গার আইকোনে ট্যাপ করুন ও ‘সেভ’ অপশনে ক্লিক করুন। 
৩. এরপর ‘লেবেল’ ট্যাবে ক্লিক করুন। 
৪. হোমের পাশের তিন ডট আইকোনে ক্লিক করুন এবং রিমুভ অপশনে ক্লিক করুন। 
৫. আবার ‘হোম’ অপশনে ক্লিক করুন এবং নতুন ঠিকানা টাইপ করে বের করুন। নতুন ঠিকানায় ট্যাপ করুন। 
৬. ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের