নিজের ভাবনা, অনুভূতি বা লাইভ মুহূর্তগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। তবে প্রতিটি স্টোরি বা লাইভ ভিডিও সবার চোখে পড়ুক তা আমরা সব সময় চাই না। কখনো কখনো আমরা চাই, নির্দিষ্ট কিছু মানুষ যেন আমাদের স্টোরি বা লাইভ দেখতে না পায়—সেটা হতে পারে কোনো আত্মীয়, পরিচিত বন্ধু, সহকর্মী বা অন্য কেউ।
তবে এই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সুযোগ রেখেছে ইনস্টাগ্রাম। খুব সহজ কিছু সেটিংস পরিবর্তন করলেই আপনি নির্দিষ্ট কারও কাছ থেকে আপনার স্টোরি বা লাইভ ভিডিও লুকাতে পারবেন।
ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ লুকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. এখন পরের পেজে স্ক্রল করে ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এর ফলে আরেকটি পেজ চালু হবে।
৫. এবার ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম’ অপশনে ট্যাপ করুন।
৬. যার কাছ থেকে স্টোরি ও লাইভ লুকাতে চান তাকে ফলোয়ার তালিকা থেকে খুঁজে বের করুন। এ জন্য তালিকাটি স্ক্রল করুন বা ওপরের সার্চ বক্সে প্রোফাইলের নাম লিখে সার্চ করুন।
৭. কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট খুঁজে পেলে সেই অ্যাকাউন্টের ডান পাশে চেক বক্সে ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এবার ওপরের ডান দিকে থাকা ‘ডান অপশনে’ ট্যাপ করুন।