হোম > প্রযুক্তি

পুলিশের সহযোগী এআই ক্যামেরা

ফিচার ডেস্ক 

মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালালে জরিমানার আইন রয়েছে প্রায় সব দেশে। কিন্তু সেটি শনাক্ত করার পর। এখন থেকে সেই শনাক্তের কাজ করবে এআই ক্যামেরা। প্রথমবারের মতো এমন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে ইংল্যান্ডের ডেভন ও কর্নওয়াল অঞ্চলে। এই বিশেষ ‘হেডস-আপ’ এআই ক্যামেরা গাড়ি চালানোর ধরন ও আচরণ দেখে শনাক্ত করতে পারে, চালক মদ্যপান বা মাদক সেবন করেছেন কি না। এমন কোনো গাড়ি শনাক্ত হলে পরে পুলিশ গাড়িটি থামিয়ে চালককে পরীক্ষা করবে।

ক্যামেরা নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাকুসেনসাসের জেনারেল ম্যানেজার জেওফ কলিনস বলেছেন, ‘আমরা বেশ আনন্দিত। এই প্রথম ডেভন ও কর্নওয়ালে প্রযুক্তিটি পরীক্ষা করছি। আমাদের বিশ্বাস, এটি সড়ক দুর্ঘটনা এড়াতে আরও বেশি সহযোগিতা করবে।’

আগে থেকে চালকদের মোবাইল ফোন ব্যবহার কিংবা সিটবেল্ট না পরা ধরতে ব্যবহার করা হচ্ছে অ্যাকুসেনসাস ক্যামেরাগুলো। মদ্যপান করে গাড়ি চালানো চালকেরা বেশি দুর্ঘটনায় পড়েন। তাই ডেভন ও কর্নওয়াল পুলিশ আশা করছে, এই ক্যামেরাগুলো জীবন বাঁচাতে সাহায্য করবে।

ডেভন ও কর্নওয়াল পুলিশ বিভাগের প্রধান সাইমন জেনকিনসন বলেন, ‘আমরা ১৪ হাজার মাইল রাস্তা পর্যবেক্ষণ করি। আমাদের অফিসাররা সব জায়গায় সব সময় থাকতে পারেন না। এমন অবস্থায় এআই ক্যামেরা আমাদের কাজকে আরও সহজ করেছে।’

সূত্র: বিবিসি

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব