হোম > প্রযুক্তি

আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠছে চ্যাটজিপিটি

আজকের পত্রিকা ডেস্ক­

চ্যাটজিপিটি এখন আরও স্বাভাবিক, আকর্ষণীয় সরাসরি সুরে কথা বলবে। ছবি: স্ক্রিন র‍্যান্ট

চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের জন্য গতকাল সোমবার নতুন আপডেট নিয়ে এল ওপেনএআই। কোম্পানিটির মতে, এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে। এর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা কম বিরক্ত হবেন।

চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড চালু হওয়ার পর ফিচারটি চালু হলে কিছু ব্যবহারকারী একটি সমস্যার সম্মুখীন হন। যেমন: ব্যবহারকারীদের কথা শেষ হওয়ার আগেই চ্যাটজিপিটি নিজেই কথা বলতে শুরু করত। এ জন্য বাক্য দ্রুত শেষ করার চেষ্টা করতেন অনেকেই। এসব কারণে ব্যবহারকারীদের কাছে ফিচারটি বিরক্তিকর হয়ে ওঠে। তবে নতুন আপডেটে এই সমস্যা সমাধানের দাবি করছে ওপেনএআই।

এক ভিডিও পোস্টে প্রযুক্তি গবেষক মানুকা স্ট্রাট্টা জানিয়েছেন, এই আপডেট চ্যাটজিপিটির ভয়েস মোডে একটি ‘ভালো ব্যক্তিত্ব’ এনেছে এবং এখন এটি আগের তুলনায় অনেক কম বিরক্ত করবে। এর ফলে ব্যবহারকারীরা আরও সময় পাবেন তাঁদের চিন্তা গুছিয়ে নেওয়ার জন্য এবং তাঁরা সব সময় কথা বলার চাপ অনুভব করবেন না।’

তিনি আরও বলেন, ‘চ্যাটজিপিটি এখন আরও স্বাভাবিক, আকর্ষণীয় সরাসরি সুরে কথা বলে, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তোলে।’

চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারদের জন্য প্রথম এই ফিচার চালু হয় ২০২৪ সালের মে মাসে। সেপ্টেম্বর মাসে সব প্লাস ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়। গত নভেম্বরে ওপেনএআই এটি সব প্রো এবং ফ্রি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়। ফলে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপের ভয়েস ইনপুটের মাধ্যমে সহজেই চ্যাটবটের সঙ্গে আলোচনা করা যায়।

এদিকে ফ্রি ব্যবহারকারীরা জিপিটি৪ও মিনি মডেলটিও ব্যবহার করতে পারেন। তবে তাদের ব্যবহার সময় সীমিত থাকে, যা প্রতিদিন পরিবর্তিত হয়। তবে ২০ ডলারের সাবস্ক্রিপশনের মাধ্যমে প্লাস ব্যবহারকারীরা অনেক বেশি সময় কথা বলতে পারবেন এবং উন্নত জিপিটি৪ও মডেলটি ব্যবহার করতে পারবেন।

উন্নত ভয়েস মোড ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপটি খুলে মাইক্রোফোন আইকনের পাশে থাকা সাউন্ড-ওয়েভ আইকনে ট্যাপ করতে হবে। এরপর একটি বৃত্ত প্রদর্শিত হবে, যা নির্দেশ করবে চ্যাটজিপিটি শোনার জন্য প্রস্তুত। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেন একটি বাস্তব মানুষের সঙ্গে কথা বলছেন তেমন অনুভূতি পাবেন। তবে এটি বাস্তবে একটি জেনারেটিভ এআই।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি