হোম > প্রযুক্তি

তিন ফোনে মূল্যছাড় দিল অপো

আজকের পত্রিকা ডেস্ক­

অপোর এ সিরিজের স্মার্টফোন অপো এ৫ প্রো, অপো এ৩ এবং অপো এ৩ এক্স ফোনে ২ হাজার টাকার মূল্যছাড় দিয়েছে কোম্পানিটি। ছবি: অপো

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বছরের মাঝামাঝি বাংলাদেশে তাদের জনপ্রিয় এ সিরিজের স্মার্টফোনে ছাড় ঘোষণা করেছে। অপোর এ সিরিজের স্মার্টফোন অপো এ৫ প্রো, অপো এ৩ এবং অপো এ৩ এক্স ফোনে ২ হাজার টাকার মূল্যছাড় দিয়েছে কোম্পানিটি। এই অফারের মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অপো’র পারফরম্যান্স, ডিউরেবিলিটি ও ডিজাইন আরও সহজলভ্য হয়ে উঠেছে।

অপো এ৫ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ) এখন পাওয়া যাচ্ছে ২৪ হাজার ৯৯০ টাকায়, এর আগের দাম ছিল ২৬ হাজার ৯৯০ টাকা, অপো এ৩ (৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ) এখন মাত্র ১৮ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, এর আগের দাম ছিল ১৯ হাজার ৯৯০ টাকা; আর অপো এ৩ এক্স (৪ জিবি র‍্যাম+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ) এখন ১২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, আগে এর দাম ছিল ১৩ হাজার ৯৯০ টাকা।

যারা শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইন চান, তাদের জন্য অপো এ৫ প্রো এক দারুণ বিকল্প। কঠিন পরিবেশে টিকে থাকার সক্ষমতা রয়েছে এই ফোনের। এতে ব্যবহার করা হয়েছে আইপি ৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স এবং সর্বাধুনিক এআই ক্যামেরা সিস্টেম। এর ইন্টেলিজেন্ট ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে—এআই সিন রিকগনিশন, এআই পোর্ট্রেট রিটাচিং ও এইচডিআর ইমেজিং; ফলে আলো কম বা বেশি যাই থাক না কেন ফোনটিতে নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা যায়।

যারা প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য ও কার্যকর স্মার্টফোন চান, তাদের জন্যই এই অপো এ৩ নিয়ে আসা হয়েছে। মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিজট্যান্সের কারণে ফোনটি বেশ মজবুত হবে। এ ছাড়া ফোনটির ডিসপ্লে ১ হাজার নিটস আলট্রা ব্রাইট, ফলে সরাসরি সূর্যালোকে কিংবা খুব উজ্জ্বল পরিবেশেও স্ক্রিনের কনটেন্ট স্পষ্টভাবে দেখা যায়। এর শক্তিশালী ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ ও ৫১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। এর ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে ও অপ্টিমাজড প্রসেসিং পাওয়ার কাজ ও বিনোদন উভয় ক্ষেত্রে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে।

এদিকে, অপো এ৩ এক্স সাশ্রয়ী দামে শক্তিশালী পারফরম্যান্স ও ডিউরেবিলিটি নিশ্চিত করে। এর নির্ভরযোগ্য ফিচার ও কমপ্যাক্ট ডিজাইন কাজ ও খেলার মধ্যে নিখুঁত ভারসাম্য নিশ্চিত করে। দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি হবে একদম আদর্শ সঙ্গী।

এ সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, ‘অপোতে আমরা সর্বাধুনিক স্মার্টফোন প্রযুক্তি আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপো এ৩, এ৫ প্রো ও এ৩ এক্স-এর ওপর এই ছাড়গুলো আমাদের এই প্রতিশ্রুতি পূরণেরই প্রতিফলন; যেখানে আমরা বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে মানসম্মত ও ডিউরেবল স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোরে এখন নতুন দামে এই ডিভাইসগুলো পাওয়া যাবে। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ অথবা ওয়েবসাইট ভিজিট করুন।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব