হোম > প্রযুক্তি

জিপিটি৪-এর কাছাকাছি মেটার কোড লামা ৭০বি

মাহিন আলম

মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।

মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি। 

গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।

গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।

সূত্র: দ্য ভার্জ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি