হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ আসছে আইপ্যাডে

হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়। 

খুব শিগগিরই আইপ্যাডের হোয়াটসঅ্যাপের ভার্সন অ্যাপল স্টোরে পাওয়া যাবে তা অ্যাপলের এই টেস্টফ্লাইট ভার্সন প্রমাণ করে। কয়েক সপ্তাহ আগে ম্যাকের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন নিয়ে আসে অ্যাপল। প্রায় এক বছর ধরে অ্যাপটির বেটা টেস্ট করা হয়। অ্যাপলের প্রোজেক্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এটি তৈরি করা হয়। আইওএস ও ম্যাকের টুলগুলো এতে একই সঙ্গে ব্যবহার করা হয়। 

ডাব্লুএবেটাইনফো বলছে, ম্যাকের ভার্সনের সঙ্গে আইপ্যাডের হোয়াটসঅ্যাপের অনেক মিল থাকবে। 

আইপ্যাডের হোয়াটসঅ্যাপে যা যা থাকতে পারে–
১. হোয়াটসঅ্যাপের সব চ্যাটের সুবিধা থাকবে (চ্যাটগুলো পিন, আর্কাইভ করা যাবে ও আনরিড মেসেজগুলো সার্চ দিয়ে বের করাও যাবে। 
২. সরাসরি বা গ্রুপ লিংক তৈরি করে কল করা যাবে। 
৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট ও দেখার সুবিধা থাকবে। 
৪. আর্কাইভ মেসেজ দেখা যাবে। 
৫. ম্যাকওএসের মত সেটিংস ফিচার থাকবে। 

নিজের মূল ফোন কাছে না থাকলেও এই ভার্সনের মাধ্যমে মেসেজ আদান–প্রদান করা যাবে। বর্তমানে ম্যাকের ব্যবহারকারীরা চ্যানেল ও কমিউনিটি দেখতে পারে না। তবে আগামী আপডেটগুলোর মাধ্যমে ফিচারগুলো ম্যাক ও আইপ্যাডের হোয়াটসঅ্যাপ ভার্সনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা যাচ্ছে। 

হোয়াটসঅ্যাপ এই বছরে নতুন অনেক ফিচার নিয়ে এলেও এটি তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম থেকে পিছিয়ে রয়েছে। একাধিক ডিভাইস খুব সহজেই টেলিগ্রাম প্ল্যাটফর্মটি যুক্ত করা যায়। তাই ডিভাইস পরিবর্তন করলেও মেসেজ, ছবি ও ফাইলের ব্যাকআপ খুব সহজেই পাওয়া যায়। 

তথ্যসূত্র: বিজিআর

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব