হোম > প্রযুক্তি

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মোবাইল প্রযুক্তি মেলা

প্রযুক্তি ডেস্ক

গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এই মেলার মাধ্যমে নতুন অনেক প্রযুক্তি প্রদর্শন করে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। তবে মোবাইল সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য রয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্পেনের বার্সেলোনা শহরে। আজ (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় এটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

অনার, শাওমি এবং ওয়ানপ্লাস-এর মতো  ব্র্যান্ডগুলো তাদের নতুন ডিভাইসগুলো এই মেলায় উন্মোচন করেছে। ওয়ানপ্লাস তাদের প্রথম ট্যাব ‘ওয়ানপ্লাস প্যাড’ প্রদর্শন করে।

বুলিট গ্রুপ তাদের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সক্ষম ‘মটোরোলা ডিফাই’ স্মার্টফোন প্রদর্শন করেছে এই মেলায়। চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা শাওমি নিজেদের প্রথমবারের মতো তৈরি করা এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট প্রদর্শন করে। শাওমি ওয়্যারলেস এআর গ্লাস ডিসকভারি এডিশন মডেলের হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়্যালিটির ছবি দেখা যায়। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাত নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী।

শাওমির জানায়, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় চাইলেই নির্দিষ্ট মডেলের ফোনের সঙ্গে যুক্ত করে হেডসেটটি ব্যবহার করা যাবে। চাইলে ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে হেডসেটটি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব