বার্তা আদান প্রদানের প্লাটফর্ম ডিসকোর্ড ইনকরপোরেশন কেনার বিষয়ে আলোচনা করছে মাইক্রোসফট। এক হাজার কোটি ডলারেরও বেশি অর্থে কোম্পানিটি অধিগ্রহণের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে তারা।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ডিসকোর্ড কেনার বিষয়ে বেশ কয়েকটি বড় কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে মাইক্রোসফট অন্যতম। তবে এই আলোচনা-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ডিসকোর্ড বিক্রি করে দেওয়ার বদলে বরং পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
এর আগে ভেঞ্চারবিট এক প্রতিবেদনে জানায়, ডিসকোর্ড বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এমনকি একটি কোম্পানির সঙ্গে আলোচনায় তারা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এ ব্যাপারে মাইক্রোসফট বা ডিসকোর্ড কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত ডিসেম্বরে ডিসকোর্ডের বাজারমূল্য নির্ধারণ করা হয় ৭০০ কোটি ডলার। এই প্লাটফর্মটিতে ব্যবহারকারীরা সমন্বিত গ্রুপে গেম খেলা, আলোচনা এমনকি ভার্চুয়াল পার্টিও করতে পারেন।
এদিকে এক্সবক্সকে আরো বেশি শক্তিশালী এবং ভিডিও গেমে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে নানা উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এরই অংশ হিসেবে গত বছর তারা ৭৫০ কোটি ডলারে জেনিম্যাক্স মিডিয়া কিনে নেয়। গেমিং ইন্ডাস্ট্রিতে এটিই সবচেয়ে বড় কোনো অধিগ্রহণের ঘটনা।
করোনা মহামারীতে বিশ্বের অধিকাংশ মানুষ ঘরে থাকার কারণে গেমিং শিল্পে বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে। লকডাউনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভিডিও গেম।
গেমিং ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি সোস্যাল মিডিয়া প্লাটফর্মেও বড় বিনিয়োগ করছে মাইক্রোসফট। সোস্যাল মিডিয়া প্লাটফর্মে সবচেয়ে বড় বিনিয়োগটি তারা করে ২০১৬ সালে। ওই সময় ২ হাজার ৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেয়। তবে গত বছরের সেপ্টেম্বরে টিকটকের যুক্তরাষ্ট্র অংশ কিনে নেওয়ার আলোচনা শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যায়।
সম্প্রতি ফিন্যানসিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ছবি শেয়ারের প্লাটফর্ম পিন্টারেস্ট অধিগ্রহণের বিষয়ে আগ্রহ দেখিয়েছে মাইক্রোসফট।
সূত্র: ব্লুমবার্গ