হোম > প্রযুক্তি

আইওএস ১৭.০.৩ আপডেট যেভাবে ডাউনলোড করবেন

আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে। 

কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 

ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে। 

আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে  ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।

ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–

১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন। 

২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন। 

৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন। 

৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে। 

৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও