হোম > প্রযুক্তি

এআইয়ের বুদ্ধিমত্তা হবে কুকুরের মতো: ইয়ার লেকুন

নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।

সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।

এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’

ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’

গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।

তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব