হোম > প্রযুক্তি

ছাঁটাই ছাড়াই ৩০ কোটি ডলার খরচ কমাবে নেটফ্লিক্স 

প্রযুক্তি ডেস্ক

কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক না পাওয়ায় আয় কমছে স্ট্রিমিং সার্ভিসগুলোর। ফলে খরচ কমানোর কথা ভাবছে প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে, খরচ কমানোর কথা জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে। তবে খরচ কমাতে কোনো প্রকার নিয়োগ বন্ধ বা ছাঁটাই করা হবে না প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি, আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। সিদ্ধান্তগুলোর একটি হলো, প্ল্যাটফর্মে বিজ্ঞাপনযুক্ত ‘বেসিক প্ল্যান’ চালু করা।

প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলুর মতো প্ল্যাটফর্মগুলোর  সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে নেটফ্লিক্স। খরচ কমাতে গত বছরের আগস্টে ১৫০ কর্মী ছাঁটাই করে নেটফ্লিক্স। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসেও কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এবার কোনো প্রকার ছাঁটাই ছাড়াই খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এদিকে, ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব