হোম > প্রযুক্তি

ভুল তথ্য দিচ্ছে বিং সার্চ ইঞ্জিনের চ্যাটবট

প্রযুক্তি ডেস্ক

ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তবে এরই মধ্যে অনেক ব্যবহারকারীই সমালোচনা করছেন বিংয়ের এআই প্রজেক্টের পরিক্ষামূলক সংস্করণ নিয়ে। অনেকেই বলছেন বিং সার্চ ইঞ্জিনের নতুন চ্যাটবট প্রচুর ভুল তথ্য দিচ্ছে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা-বিষয়ক গবেষক দিমিত্রি ব্রেরেটন এক টুইটে বলেন, ‘মাইক্রোসফটের বিংয়ের এআই প্রজেক্টের পরীক্ষামূলক সংস্করণে প্রচুর ত্রুটি রয়েছে, যা গুগলের চ্যাটবট বার্ডের ভুলের চেয়েও খারাপ।’

তিনি আরও বলেন, বিং এআই একটি আর্থিক নথির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার সময় বেশ কয়েকটি ভুল করে। সংক্ষিপ্ত নথির বেশির ভাগ সংখ্যাই ভুল ছিল।

৭ ফেব্রুয়ারি মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিংয়ের নতুন সংস্করণ উন্মোচন করে জানান, বিং জেনারেটিভ প্রশিক্ষিত ট্রান্সফরমার ৩ (জিপিটি-৩) ব্যবহার করছে এবং এটি চ্যাটজিপিটির মতো কাজ করবে। উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী বিংয়ের নতুন সংস্করণ কীভাবে কাজ করবে এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে তার একটি ডেমোও দেখিয়েছিলেন।

এর আগে মাইক্রোসফট জানিয়েছিল, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই-মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।

সত্য নাদেলা বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথ্য অনুসন্ধান থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যার ব্যবহারে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় “বিং” সার্চ ইঞ্জিন ও “এজ” ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে।’

ফিরে এসেছে মোবাইল ফোন এইচটিসি

১২০ গুণ জুমের মোবাইল আনল অপো

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন