হোম > প্রযুক্তি

আইফোন ১৬ প্রোর টাচস্ক্রিন কাজ করছে না, ভোগান্তির শত অভিযোগ

আইফোনসহ অন্যান্য স্মার্টফোনের প্রাণ হলো এর টাচস্ক্রিন। তাই এতে সমস্যা দেখা দিলে তা বেশ উদ্বেগের বিষয়। পলের সর্বশেষ আইফোন ১৬ সিরিজ বিক্রি শুরু এক সপ্তাহও হয়নি, তবে এর মধ্যেই আইফোন ১৬ প্রো মডেলের টাচস্ক্রিনের সমস্যার অভিযোগ করেছেন বেশ কিছু ব্যবহারকারী। এ দুই মডেলের আইফোনের পর্দায় ট্যাপ বা সোয়াইপ করলে কিছুটা ধীরে কাজ করছে। এমনকি স্ক্রল, ড্র্যাগ ও টাইপিং ঠিকমতো কাজ করছে না। 

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেকেই এই সমস্যা কথা জানিয়েছে। এর মধ্যে একজন রেডিট ব্যবহারকারী বলেন, নতুন ক্যামেরা কন্ট্রোল বাটনের পাশে হাতের কোনো অংশ স্পর্শ করা থাকলে আইফোনের স্ক্রিন ঠিকমতো কাজ করে না। এমনকি স্ক্রিনের স্পর্শ করলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। আরও একজন রেডিট ব্যবহারকারী একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। 

আইফোনের নতুন ক্যাপচার বাটনের কারণেই এ সমস্যা হচ্ছে বলে ধারণা করছেন তাঁরা। আইফোনের চারপাশে সরু ধাতব ফ্রেম থাকায় ব্যবহারকারীদের হাতের তালু আইফোনের পর্দা স্পর্শ করে থাকে। এর ফলে পর্দার অন্য কোনো স্থান স্পর্শ করলে তা সাড়া দেয় না। আইফোনের অতি সংবেদনশীল স্পর্শ প্রতিরোধী অ্যালগরিদমের জন্য এ ধরনের সমস্যা হতে পারে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক বলছে, হার্ডওয়্যার নয়, বড় সফটওয়্যারের কোনো ত্রুটি থেকে এই সমস্যা হচ্ছে। আইফোনের ‘অ্য়াক্সিডেন্টাল টাচ রিজেকশন’ অ্যালগরিদম অতিরিক্ত সংবেদশীল। ফলে উদ্দেশ্যপূর্ণ টাচগুলোও আইফোন অগ্রাহ্য করে। এ জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা এই সমস্যার কথা সামনে এনেছে। অনিচ্ছাকৃত টাচ বুঝলে ফোনটি কিছু সময়ের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সে সময় টাচ কাজ করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, লক থাকা অবস্থায় এই সমস্যা হচ্ছে না। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। 

আইওএস ১৮ এবং আইওএস ১৮.১ সংস্করণের আইফোন ১৬ প্রো ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যায় পড়েছেন। 

আইফোন ১৬ প্রো-এর স্ক্রিনে চিকন বেজেলের কারণে সমস্যাটি বেশি হতে পারে। এই চিকন বেজেলের কারণে ব্যবহারকারীদের ত্বক ডিসপ্লের প্রান্তে বেশি স্পর্শ করে। আর অল্প স্পর্শেই আইফোনের টাচ রিজেকশন ফিচারটি চালু হয়ে যায়। ফলে কোনো কাজের জন্য আইফোনে টাচ করলে ফোনটি সেটি বুঝতে পারে না। 

তবে নতুন আপডেটে এই সমস্যার সমাধান হতে পারে। 

তথ্যসূত্র: ফোর্বস ও নাইনটুফাইভ

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব