হোম > প্রযুক্তি

তৃতীয় স্টারশিপ রকেট উৎক্ষেপণ করবে ইলন মাস্কের স্পেসএক্স

তৃতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে বিশালাকার স্টারশিপ রকেট পাঠানোর চেষ্টা চালাবে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে গতকাল বুধবার রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সবুজ লাইসেন্স সংকেত মিলেছে বলে সিএনবিসি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে টেক্সাসে কোম্পানিটি স্টারবেস ক্যাম্পাস থেকে রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও স্পেসএক্সের ওয়েবসাইটে রকেটটির উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হবে। উৎক্ষেপণের আধা ঘণ্টা আগে থেকে এই লাইভস্ট্রিম শুরু হবে।

এফএফএ বলেছে, নিরাপত্তা, পরিবেশ ও আর্থিক দায়িত্বের নীতিগুলো পূরণ করে স্পেসএক্স এই লাইসেন্স পেয়েছে। 

এর আগে ৪০০ ফুট লম্বা রকেটের দুটি পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। প্রথমটি গত বছরে এপ্রিলে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটির ওপরের স্তর (যাকে স্টারশিপও বলা হয়) এবং সুপার হেভি বুস্টার উভয়ই মাঝপথে বিস্ফোরিত হয়েছিল। কোম্পানিটির দ্বিতীয় অরবিটাল টেস্ট ফ্লাইট গত নভেম্বরে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় যথেষ্ট অগ্রগতি করেলও এটিও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়।

স্পেসএক্স ও এফএএ নভেম্বরের উৎক্ষেপণের সমস্যাগুলোর জন্য একটি তদন্ত পরিচালনা করেছে। তাই কোম্পানিটি তৃতীয় প্রচেষ্টার আগে রকেটটিতে বেশ কিছু হার্ডওয়্যারের পরিবর্তন ও আপগ্রেড করেছে।

স্পেসএক্স তৃতীয় টেস্ট ফ্লাইটের মাধ্যমে কোম্পানির নতুন সক্ষমতা প্রকাশ করতে চাইছে। মহাকাশযান তৈরির জন্যও সম্ভাবনা খোলা রাখতে চাইছে কোম্পানিটি।

গত বছর নভেম্বরে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির মাধ্যমে ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে ইইউয়ের চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে স্পেসএক্সের।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি