হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ক্লদে আরও ৪০০ কোটি ডলার বিনিয়োগ করল আমাজন

আমাজন ধীরে ধীরে অ্যানথ্রোপিকের প্রধান ক্লাউড অংশীদারি হয়ে উঠেছে। ছবি: সিএনবিসি

ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিকে আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য এই বিনিয়োগ করেছে ই-কমার্স জায়ান্টটি। এ ছাড়া এই বিনিয়োগের মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে আরও ভালোভাবে টেক্কা দিতে পারবে অ্যানথ্রোপিক। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গত শুক্রবার অ্যানথ্রোপিক স্টার্টআপটি জানায়, আমাজনের আগের ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের সমান নতুন একটি বিনিয়োগ এসেছে। তবে আমাজন এখনো অ্যানথ্রোপিকের কম শেয়ারধারী বিনিয়োগকারী হিসেবে রয়ে গেছে। পূর্ববর্তী বিনিয়োগের মতো বিনিয়োগটি কনভারটিবল বন্ড (যা পরবর্তীতে শেয়ারে রূপান্তরিত হতে পারে) হিসেবে আসবে এবং এটি ধাপে ধাপে প্রদান করা হবে। প্রথমে ১৩০ কোটি ডলার বিনিয়োগ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, অ্যানথ্রোপিক আরও তহবিল সংগ্রহ করার জন্য অন্যান্য বিনিয়োগকারীরার সঙ্গে আলোচনা করছে। তবে এ বিষয়ে অ্যানথ্রোপিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আমাজন ধীরে ধীরে অ্যানথ্রোপিকের প্রধান ক্লাউড অংশীদারি হয়ে উঠেছে। ক্লাউড গ্রাহকদের জন্য এআই চালিত টুলস অফার করার জন্য মাইক্রোসফট এবং অ্যালফাবেটের গুগল এর সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে আমাজন। অ্যানথ্রোপিকের সর্বশেষ মডেলগুলোর প্রধান বিতরণকারী হিসেবে আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) কোম্পানিটির জন্য উল্লেখযোগ্য আয় নিয়ে আসছে।

প্রযুক্তি বিশ্লেষক গিল লুরিয়া বলেছেন, ‘অ্যানথ্রোপিকে বিনিয়োগটি আমাজনের জন্য এআইতে নেতৃত্বে থাকার জন্য অপরিহার্য।’

অ্যানথ্রোপিকের প্রতি আমাজনের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গত এক বছরে এআই স্টার্টআপগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়টি তুলে ধরে। যেহেতু বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে লাভ অর্জন করতে চায়। ২০২২ সালের শেষে বিশ্বব্যাপী ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর মাধ্যমে এই প্রযুক্তি জনপ্রিয় হয়ে ওঠে।

মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই গত মাসে ৬৬০ কোটি বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে, যার ফলে কোম্পানিটির বাজার মূল্য ১৫৭ বিলিয়ন ডলার হতে পারে। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

অ্যানথ্রোপিক তার মডেলগুলো প্রশিক্ষণ এবং বিতরণ করার জন্য আমাজনের ট্রেইনিয়াম এবং ইনফেরেন্টিয়া চিপ ব্যবহার করবে। এআই মডেল প্রশিক্ষণের শক্তিশালী প্রক্রিয়া প্রয়োজন। তাই স্টার্টআপগুলোর জন্য উন্নত ও দামি এআই চিপ ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ।

লুরিয়া বলেন, ‘এই অংশীদারত্ব আমাজনকে তার এআই সেবা প্রচারের সুযোগ দেয়। যেমন: প্রশিক্ষণ এবং ইনফারেন্সের জন্য তার এআই চিপগুলো ব্যবহার করা, যা অ্যানথ্রোপিক ইতিমধ্যে ব্যবহার করছে।

বর্তমানে এআই প্রসেসর বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। কোম্পানিটির গ্রাহকদের দীর্ঘ তালিকার একটি হলো আমাজন।

তবে ‘অ্যানাপর্ণা ল্যাবস ডিভিশন’ মাধ্যমে নিজস্ব চিপ তৈরি করতে কাজ করছে আমাজন। অ্যানথ্রোপিক বলেছে, এটি আমাজনের প্রসেসর উন্নয়নে নিবিষ্টভাবে কাজ করছে। এ ছাড়া ‘অলিম্পাস’ নামের (কোডনেম) নিজস্ব এআই মডেল তৈরি করার চেষ্টা করছে আমাজন।

ওপেনএআইয়ের সাবেক নির্বাহী দারিও এবং দানিয়েলা আমোদেই অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত করেন। গত বছর এটি অ্যালফাবেট থেকে ৫০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছিল। অ্যালফাবেট অ্যানথ্রপিকে আরও ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিল। স্টার্টআপটি নিজেদের কার্যক্রমের জন্য গুগল ক্লাউড পরিষেবাগুলোও ব্যবহার করছে।

শিশুদের ন্যুড ছবি বানিয়ে বিতর্কে গ্রোক, নিজের বিকিনি পরা ছবি দিয়ে মাস্কের সাফাই

টেসলাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হচ্ছে চীনের বিওয়াইডি

স্মার্টফোন থেকে কম্পিউটার—নতুন বছরে পকেট কাটা যেতে পারে সব প্রযুক্তি পণ্যেই

আগামী ৯০ দিন পর্যন্ত বন্ধ হবে না অবৈধ ফোন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

এআই বিনিয়োগের ‘সুপারসাইকেল’ বছর

মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভবিষ্যৎ কী

২০২৬ সালে আলোচনায় থাকবে যেসব প্রযুক্তি

সার্চিংয়ের পাশাপাশি ক্রোম ব্রাউজারে যেসব কাজ করা যায়

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল