হোম > প্রযুক্তি

আইবিএমের নতুন চিপ, কাজ করে মানুষের মস্তিষ্কের মতো

শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি কোম্পানি আইবিএম এমন একটি চিপের প্রোটোটাইপ (নমুনা) তৈরি করেছে যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। আইবিএমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনায় অত্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী হবে।

এআই পরিচালনার জন্য একসঙ্গে অনেকগুলো কম্পিউটারকে কাজ করতে হয়। এতগুলো কম্পিউটার চালানোর জন্য অনেক বিদ্যুৎ খরচ হয়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। আইবিমের মতে, তাদের চিপটি স্মার্টফোনের এআই চিপ তৈরিতে ব্যবহার করা যেতে পারে, যেটি হবে আরও বেশি কার্যকর এবং বিদ্যুৎসাশ্রয়ী। 

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত আইবিএমের গবেষণা ল্যাবের বিজ্ঞানী থানস ভেসিলোপোলাস বলেন, ‘মানুষের মস্তিষ্ক সাধারণ কম্পিউটারের তুলনায় অতি অল্প শক্তি খরচ করে অনেক অসাধারণ কর্মদক্ষতা দেখাতে পারে।’ 

তিনি বিবিসিকে আরও বলেন, বেশি বিদ্যুৎসাশ্রয়ী মানে হলো, অনেক বেশি এবং জটিল নির্দেশনা কম শক্তি খরচ করে বাস্তবায়ন করতে পারা। বিশেষ করে যেখানে বিদ্যুতের জোগান সীমিত এবং ব্যাটারির শক্তি দিয়ে কাজ করতে হয় যেমন—গাড়ি, মোবাইল ফোন ও ক্যামেরা—সেখানে এই চিপ কার্যকারী হবে। 

পাশাপাশি ক্লাউড পরিষেবা যারা দেয় তারাও বিদ্যুৎ খরচ এবং কার্বন ফুটপ্রিন্ট কমাতে এই চিপ ব্যবহার করতে পারেন। 

ডিজিটাল থেকে অ্যানালগ
চিপ সাধারণত ডিজিটাল হয়। অর্থাৎ এ ধরনের চিপ বাইনারি সংখ্যায় (০ ও ১) ডেটা সংরক্ষণ করে। আইবিএমের নতুন চিপে রয়েছে ‘মেমরিস্টোর’ (মেমোরি রেজিস্ট্রার) নামে একটি উপাদান। এটি কাজ করে অ্যানালগ প্রক্রিয়ায় এবং সব ধরনের সংখ্যাই সংরক্ষণ করতে পারে। ঠিক যেমন মানুষের মস্তিষ্ক। আইবিএমের মেমরিস্টোর মস্তিষ্কের নিউরোনের সিন্যাপসিসের মতো কাজ করে। 

যুক্তরাজ্যের সুরি বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ফেরান্তে নেরি বলেন, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে মেমরিস্টোর বানানো হয়েছে। এটি মস্তিষ্কের কার্যপদ্ধতি নকল করে। সিন্যাপসিস যেমন জৈবপ্রক্রিয়ায় কাজ করে তেমনি মেমরিস্টোর বৈদ্যুতিক পরিবর্তনের ইতিহাস মনে রাখতে পারে। আন্তসংযুক্ত মেমরিস্টোরগুলো মস্তিষ্কের নিউরনগুলোর মতো নেটওয়ার্ক তৈরি করতে পারে। 

অধ্যাপক নেরি এই প্রযুক্তি নিয়ে অনেক আশাবাদী। তবে কিছু চ্যালেঞ্জের কথাও বলেছেন। যেমন, এই মেমরিস্টোর দিয়ে কম্পিউটার তৈরি এত সহজ হবে না। গাঠনিক উপাদানের দাম এবং উৎপাদনের জটিলতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। 

বর্তমানে অনেক স্মার্টফোনে এআই চিপ ব্যবহার করা হচ্ছে। এর ফলে ছবি প্রসেসিংসহ অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন, আইফোনে ‘নিউরাল ইঞ্জিন’ বিশিষ্ট চিপ ব্যবহার করা হচ্ছে। 

আইবিএম আশা করছে, ভবিষ্যতে তাদের চিপ স্মার্টফোন ও গাড়িতে ব্যবহার করা যাবে। বেশি ব্যাটারি লাইফের পাশাপাশি নতুন নতুন ব্যবহারের সম্ভাবনা দেখছে আইবিএম। 

আইবিমের এই চিপ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কম্পিউটারে ব্যবহার করলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। ডেটা সেন্টারগুলো পরিচালনায় যেমন প্রচুর বিদ্যুৎ খরচ হয়, আবার এগুলো ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানি ব্যবহার করা হয়। আইবিএমের চিপ ব্যবহার করা গেলে দুই খরচই কমে আসবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব