হোম > প্রযুক্তি

ফোন কলে অডিও ইমোজি ফিচার নিয়ে এল গুগল 

ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে। 

একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল। 

কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন। 

অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে। 

অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে। 

গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়। 

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি