হোম > খেলা > ফুটবল

হাঁটুর চোটেই ছিটকে গেলেন পগবা

হাঁটুর চোট নিয়ে গত কয়েক মাস বেশ ভুগছিলেন পল পগবা। অবশেষে এই চোটই বিশ্বকাপ থেকে ছিটকে দিল পগবাকে। হাঁটুর চোট থেকে সেরে উঠতে এখনো সময় লাগবে বলে কাতার ফুটবল বিশ্বকাপে দেখা যাবে না ফরাসি এই মিডফিল্ডারকে।

বিশ্বকাপে পগবার না খেলার তথ্য সোমবার নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট রাফায়েল পিমেন্তা। সংবাদমাধ্যমকে পিমেন্তা বলেছেন, ‘তুরিনো এবং পিটসবার্গে গতকাল এবং আজকের মেডিকেল রিভিউ দেখে অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি,  সার্জারির ধকল কাটাতে পল পগবার এখনো সময় লাগবে। একারণে জুভেন্টাসেও সে যেতে পারবে না এবং কাতার বিশ্বকাপও খেলা হবে না।’ 

দিদিয়ের দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। তবে গত বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই চোটে পড়ে ছিটকে গেছেন। হ্যামস্ট্রিং সমস্যায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনগোলো কান্তে। উড়ুর চোটে ছিটকে গেছেন রাফায়েল ভারানে। আর পগবা ছিটকে গেলেন হাঁটুর চোটে।

২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ নভেম্বর।  ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ফরাসিরা। ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান