হোম > খেলা > ফুটবল

হাঁটুর চোটেই ছিটকে গেলেন পগবা

হাঁটুর চোট নিয়ে গত কয়েক মাস বেশ ভুগছিলেন পল পগবা। অবশেষে এই চোটই বিশ্বকাপ থেকে ছিটকে দিল পগবাকে। হাঁটুর চোট থেকে সেরে উঠতে এখনো সময় লাগবে বলে কাতার ফুটবল বিশ্বকাপে দেখা যাবে না ফরাসি এই মিডফিল্ডারকে।

বিশ্বকাপে পগবার না খেলার তথ্য সোমবার নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট রাফায়েল পিমেন্তা। সংবাদমাধ্যমকে পিমেন্তা বলেছেন, ‘তুরিনো এবং পিটসবার্গে গতকাল এবং আজকের মেডিকেল রিভিউ দেখে অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি,  সার্জারির ধকল কাটাতে পল পগবার এখনো সময় লাগবে। একারণে জুভেন্টাসেও সে যেতে পারবে না এবং কাতার বিশ্বকাপও খেলা হবে না।’ 

দিদিয়ের দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। তবে গত বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই চোটে পড়ে ছিটকে গেছেন। হ্যামস্ট্রিং সমস্যায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনগোলো কান্তে। উড়ুর চোটে ছিটকে গেছেন রাফায়েল ভারানে। আর পগবা ছিটকে গেলেন হাঁটুর চোটে।

২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ নভেম্বর।  ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ফরাসিরা। ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো