হোম > খেলা > ফুটবল

৪২ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগের রেফারির মৃত্যু

এই পৃথিবীর সবচেয়ে রূঢ় সত্য-মৃত্যুর কোনো দিনক্ষণ নেই। কখন কে দুনিয়া ছাড়বেন, তা শুধু পরম সৃষ্টিকর্তাই জানেন। বয়স কোনো বিবেচ্য বিষয়েই নয়। যেমনটা ফ্রান্সের এলিট রেফারি ইয়োহান হামেলের সঙ্গে ঘটল। আজ মাত্র ৪২ বছর বয়সে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি।

গতকাল সন্ধ্যায় অনুশীলনের সময় স্ট্রোক করেছিলেন হামেল। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে এলিট ফুটবল এবং রেফারির সংগঠন (সেইফ)। বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের সহকর্মী এবং বন্ধু লিগ ওয়ানের রেফারি ইয়োহান হামেল ৪২ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের প্রতি সেইফ জানাচ্ছে গভীর সমবেদনা। ইয়োহান আপনাকে আমরা মিস করব।’

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইসহ (পিএসজি) বিভিন্ন ক্লাব হামেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘ইয়োহান হামেলের পরিবার এবং আত্মীয়দের পাশে আমরা আছি। একই সঙ্গে ফ্রান্সের সকল রেফারির পাশেও আছি।’

২০১১ থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন হামেল। ২০১৬ তে ফ্রান্সের এলিট রেফারির সদস্য হয়েছিলেন তিনি। লিগ ওয়ানের ১৩৫ ম্যাচ এবং লিগ টুয়ের ৮৫ ম্যাচ পরিচালনা করেছিলেন এই ফরাসি রেফারি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে ৩০০ এর ওপরে ম্যাচ পরিচালনা করেছেন এই ফরাসি রেফারি।

২ নভেম্বর, সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের রিয়াল মাদ্রিদ-সেল্টিক ম্যাচ পরিচালনা করেছিলেন হামেল। এর আগে পিয়েরে মৌরি স্টেডিয়ামে ৬ নভেম্বর লিগ ওয়ানের লিল-রেনে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। সর্বশেষ ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের পিএসজি-রেনে ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন