হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের মন ভেঙে নেইমারদের সাবেক সভাপতিকে ধন্যবাদ আনচেলত্তির

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলে ব্রাজিলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। তাঁর সঙ্গে নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতির বেশ কয়েকবার কথা হয়েছে এমনটাও শোনা গিয়েছিল। জুনে চুক্তি শেষ হলেই ইতালিয়ান কোচের অধীনে কোপা আমেরিকায় খেলবে ব্রাজিল। 

কিন্তু কিছুদিন আগে আদালতের নির্দেশে এদনালদো রদ্রিগেজ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরেই চিত্র পাল্টে যায়। রিয়ালের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে মেয়াদ বাড়িয়েছেন আনচেলত্তি। লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর মধ্য দিয়েই ব্রাজিলের তাঁকে পাওয়ার আশা শেষ হয়ে যায়। 

রিয়ালের সঙ্গে মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনচেলত্তি। আজ রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামার আগে বলেছেন, ‘২০২৬ সালের সাফল্যের ওপর নির্ভর করে সেখানে আরও থাকতে পারি। আমি মাদ্রিদের কোচ হতে চাই। আশা করি, ২০২৭ এবং ২০২৮ সালও চালিয়ে যেতে পারব। কারণ মাদ্রিদে থাকতে চাই।’

অন্যদিকে তাঁর সঙ্গে যে রদ্রিগেজের যোগাযোগ হয়েছিল, তা স্বীকার করেছেন আনচেলত্তি। তাঁর প্রতি আগ্রহ দেখানোর জন্য ব্রাজিলের সাবেক সভাপতিকে ধন্যবাদও জানিয়েছেন রিয়াল কোচ। তিনি বলেছেন, ‘সবাই জানে ব্রাজিলিয়ান ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার যোগাযোগ ছিল। তিনি আমার প্রতি যে স্নেহ ও আগ্রহ দেখিয়েছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান