হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্তই হলেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    

বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার জোর দাবি জানান সমর্থক ও সাবেকরা। গুঞ্জনে ডালপালা মেলে, সে পথেই নাকি হাঁটছিল ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে সেটিই সত্যি হলো।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।'

৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্বে নেন। তার আগে তিনি ব্রাজিলের বিভিন্ন ক্লাব পরিচালনা করেছেন। তাঁর অধীনে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৭টি জয়, ৬টিতে ড্র এবং ৩ ম্যাচে হেরেছে।

দরিভাল কখনো ব্রাজিল জাতীয় দলে খেলেননি। তবে তিনি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আল-হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার জোর আলোচনায় আছেন। এর আগে তারা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা করতে চায়।

দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান ৪ নম্বরে। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার অবশ্য সুযোগ আছে তাদের।

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে ৩৩ দিনে ৫০০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়