হোম > খেলা > ফুটবল

বিদ্রোহের মধ্যেই মেয়েরা পেলেন স্বীকৃতি

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

কদিন ধরেই বিদ্রোহের খবরে উত্তাল নারী ফুটবল দল। এমন জটিল সময়ে তাদের জন্য এলো আনন্দের বার্তা। ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথম দল হিসেবে একুশে পদক পেতে যাচ্ছে তারা।

স্বীকৃতি পাওয়ার খবরে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘একুশে পদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরস্কারের জন্য আমাদের মনোনীত করায় সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই পুরস্কার শুধু নারী দল নয়, পুরো ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলে আমি মনে করি।’

সাম্প্রতিক সময়ে একের পর এক সাফল্য ধরা দিয়েছে নারী ফুটবল দলে। টানা দুবারের সাফ চ্যাম্পিয়ন তারা। গত বছর সবশেষ আসরে নেপাল হারিয়ে ধরে রাখে শ্রেষ্ঠত্ব।

বর্তমান পরিস্থিতি অবশ্য ভিন্ন। দ্বন্দ্বের জের ধরে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সাবিনাসহ ১৮ ফুটবলার। সেই সমস্যা নিরসনে এক বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। আজই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে কমিটির।

এদিকে একুশে পদকপ্রাপ্ত সকলকে ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান