হোম > খেলা > ফুটবল

সংবাদ সম্মেলনে হামজা

‘আমার শুদ্ধ ভাষা বেশি ভালা না, খুব বেশি বাংলা গান হুনছি না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরীর আগমনে মানুষের এমনই উন্মাদনা সিলেট ও হবিগঞ্জে। ছবি: আজকের পত্রিকা

হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে যেন আনন্দের ঢেউ উঠেছে। আজ সিলেটে পৌঁছেই তিনি চলে গেছেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে। গ্রামে তাঁর বাড়িতে লোকে লোকারণ্য। স্নানঘাটসহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। তিনি বাড়িতে পৌঁছালে এলাকাবাসী তাঁকে বরণ করে নেন নানা আয়োজনে।

সন্ধ্যায় বাড়ির উঠানে হয়েছে হামজার সংবাদ সম্মেলন। সেখানে সিরিয়াস কিছু প্রশ্নের ভিড়ে হালকা মেজাজের প্রশ্নও হলো। কখনো ইংলিশ উচ্চারণের ইংরেজি, কখনো সিলেটি ভাষায় উত্তর দিলেন হামজা। সাংবাদিকেরা বারবার অনুরোধ করছিলেন বাংলায় উত্তর দিতে। একপর্যায়ে হামজা বললেন, ‘আমার শুদ্ধ ভাষা বেশি ভালা না।’ যেহেতু পিয়ানো বাজাতে পছন্দ করেন, বাংলা গান জানেন কি না এমন প্রশ্নও হলো। হামজা হাসিমুখে বললেন, ‘খুব বেশি বাংলা গান হুনছি না। আমার সোনার বাংলা পারি।’

তাঁকে নিয়ে মানুষের যে উন্মাদনা, ভক্ত-সমর্থকদের উদ্দেশে হামজা বললেন, ‘সবার প্রতি ভালোবাসা। আমি ও আমার পরিবারের প্রতি অনেক রেসপেক্ট শো করছে, ইনশা আল্লাহ প্রতিদান দেব।’

হামজার গ্রামের বাড়ি আসা এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মা-বাবার সঙ্গে গ্রামে এসেছেন। তবে এবার আসছেন প্রায় ১১ বছর পর। তাঁর পরিবার জানিয়েছে, গ্রামের বাড়িতে এক দিন থাকবেন হামজা। কাল ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ে যাওয়ার কথা হামজার।

ভারতকে এবার হারানোর ঘোষণা দিয়েছেন হামজা। সকালে সিলেটে পৌঁছেই বলেছেন, ‘ইনশা আল্লাহ, আমরা উইন খরমু।’ আর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ইন্ডিয়া নিয়ে ভাবছি না। আমরা খালি আমরার কথা ভাবছি। দেখা হইবনে...।’ তাঁর মতো ফুটবলারে সওয়ার হয়ে বাংলাদেশ ফুটবল কি স্বপ্ন দেখতে পারে একদিন বিশ্বকাপ খেলার? কঠিন প্রশ্ন। তবু হামজা আশার কথা শুনিয়েছেন, ‘ইনশা আল্লাহ, ধীরে ধীরে এক এক করে। যেকোনো কিছু সম্ভব।’ বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী