ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে হেরেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন টনি ক্রুস। আজ ইনস্টাগ্রামে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এই জার্মান মিডফিল্ডার।
অবসরের ঘোষণা দিয়ে ক্রুস লিখেছেন, ‘জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলেছি। আন্তর্জাতিক ম্যাচ আর খেলব না। ১০৯ ম্যাচ খেলে দলকে ইউরোর শিরোপা এনে দিতে চেয়েছিলাম। কাতারে ২০২২ বিশ্বকাপ খেলছি না। এখন শুধু রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাই।’
ভক্ত–সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ক্রুস, ‘সব ভক্ত–সমর্থককে ধন্যবাদ, যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন। যাঁরা সমালোচনা করেছেন, তাঁদেরও ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ জোয়াকিম লোকে। তিনি আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন এবং সব সময় আমার ওপর আস্থা রেখেছেন। আমরা অনেক সফলতার গল্প লিখেছি। এর চেয়ে বড় সম্মানের আর কী হতে পারে! সবাই ভালো থাকবেন। হ্যান্স ফ্লিকের জন্য শুভকামনা।’
ক্রুসের অভিষেক হয় ২০১০ সালে। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ গোল করেছেন ক্রুস। ১৯ গোলে সতীর্থদের সহায়তাও করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন দলে ছিলেন এই জার্মান মিডফিল্ডার।