হোম > খেলা > ফুটবল

এভাবে শিরোপা হাতছাড়া হওয়ায় ক্ষুদ্ধ রোনালদো

মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের।  কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো। 

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী। 
  
হঠাৎই খেই হারানো আল নাসরকে  ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে  হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো