হোম > খেলা > ফুটবল

বড়দিনে এ কোন সাজে হালান্ড

ম্যানচেস্টার সিটিতে গত দুই মৌসুম ভালোই সময় কাটাচ্ছেন আর্লিং হালান্ড। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। এ বছরই জুনে ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করেছেন। তাতে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো ট্রেবল জিতেছেন তিনি। 

ট্রেবল জয়ের পর এবারই প্রথম বড়দিন উৎসব পালন করছেন হালান্ড। বড়দিনের উৎসবে সান্তা ক্লজ সেজে ছবি তুলেছেন। ডান হাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফি। বাঁ হাতে চ্যাম্পিয়নস লিগের বল। ইনস্টাগ্রামে সান্তা ক্লজের পোশাক পরা ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘হো হো হো। ক্রিসমাস তো এখানে। আশা করি, আপনারা প্রিয়জনদের সঙ্গে দিনটি উদযাপন করবেন।’ 
 
ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত হালান্ড ২৫৮ ম্যাচ খেলে ২০৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৫০ গোলে। ক্লাব ক্যারিয়ারে সর্বশেষ বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটি এই দুই ক্লাবের হয়ে খেলছেন তিনি। যার মধ্যে ডর্টমুন্ডে ৮৯ ম্যাচ খেলে করেন ৮৬ গোল। সিটিতে ৭৫ ম্যাচে ৭১ গোল করেছেন। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে করেন ৩৬ গোল। যা এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ। ট্রেবল জয়ের পাশাপাশি এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন। তবে ম্যান সিটি ক্লাব বিশ্বকাপ জিতলেও সেই দলে ছিলেন না হালান্ড।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে