হোম > খেলা > ফুটবল

মালিতে থাকা মাকে শিরোপা উৎসর্গ সুলেমানের

কুমিল্লায় রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে আবাহনী ও মোহামেডান। ফেডারেশন কাপের ফাইনালকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া স্মরণীয় এক ম্যাচ। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ফাইনালের সব আলো কেড়ে নিয়েছেন সুলেমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনাল সেরার সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন মালিয়ান স্ট্রাইকার। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে দলকে চ্যাম্পিয়ন করার পর শিরোপা উৎসর্গ করেছেন মালিতে থাকা মাকে।

নিজের ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইনালে হ্যাটট্রিক করা সুলেমান ম্যাচ শেষে বলেছেন, ‘এই শিরোপা মালিতে থাকা আমার পরিবারকে উৎসর্গ করলাম বিশেষ করে আমার মাকে। তাঁরা সব সময় আমার জন্য প্রার্থনা করেন, আমার ভালো চান।’

২০১৪ সালে স্বাধীনতা কাপের পর এই প্রথম কোনো শিরোপা জিতল মোহামেডান। বহুল কাঙ্ক্ষিত শিরোপার কৃতিত্ব পুরো দলকে ভাগ করে দিয়েছেন সুলেমান, ‘খুবই কঠিন একটা ম্যাচ ছিল। বিশেষ করে পেনাল্টি শুট। আগেও বলেছি মোহামেডানের হয়ে একটা শিরোপা জিততে চাই। শুধু আমার নিজেকে নয়, পুরো দলকে এই শিরোপা উপহার দিয়েছি। আমাদের এই জয়টা মোহামেডান সমর্থকদের জন্য।’

ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে কোনো ফুটবলার ফাইনালে হ্যাটট্রিক করতে পারেননি। এবার নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে একাই চার গোল করলেন সুলেমান। পরে পেনাল্টি শুটে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা উদ্‌যাপন করে মোহামেডান। ফাইনাল ম্যাচের ৪ গোলসহ টুর্নামেন্টে ৮ গোল করেছেন সাদা-কালোর অধিনায়ক।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর