হোম > খেলা > ফুটবল

আক্ষেপেই কি শেষ হচ্ছে মদরিচের ক্যারিয়ার

ছয় মাস পর আরও একটি মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ড খেলল ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের গল্পটা এবারও হতাশার। লুকা মদরিচের কাছেও তা কাছে গিয়ে হেরে আসার গল্প। 

কাতারে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্যে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মদরিচদের। এর আগে  ২০১৮ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের ফাইনালে ওঠায় দারুণ অবদান রেখেছেন তিনি। ৭ ম্যাচে ২ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেন তিনি। তবে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয় মদরিচদের। 

৫ বছর পর আরও একবার মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলল ক্রোয়েশিয়া। উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠতে এবারও দারুণ অবদান রেখেছেন তিনি। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারানোর ম্যাচে ১ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। গতকাল রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে ফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ছিল স্পেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৫ গোলে হেরে যায় ক্রোয়াটরা। প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে আরও একবার আক্ষেপে পুড়তে হয় মদরিচকে। তিন মাস পরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। আর জার্মানিতে আগামী বছরের ইউরোতে ক্রোয়াট এই মিডফিল্ডার ৩৯ বছর পূর্ণ করবেন। ২০২৬ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১ বছর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে পড়া মদরিচ কতদিন ফুটবল খেলবেন, তা হয়তো বলে দেবে সময়। নেশনস লিগ ফাইনালের আগে ক্রোয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছিল, ফাইনাল শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি। মদরিচ নিজেও গতকাল এই বিষয়ে একটু ধোঁয়াশাই রেখেছেন। ম্যাচ শেষে ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। তবে আজ (গতকাল) আমি তা বলছি না।’ 

২০১২ থেকে ২০২৩-এই ১১ বছরে রিয়াল মাদ্রিদে খেলছেন মদরিচ। রিয়ালের জার্সিতে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, লা লিগা তিনবার ও দুইটি কোপা দেল রে জিতেছেন। শুধু ক্রোয়েশিয়ার জার্সিতে শিরোপা জেতাই শুধু বাকি। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্তর্জাতিক শিরোপা জিততে আরও বেশ কয়েক বছর হয়তো তিনি খেলতেও পারেন।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক