হোম > খেলা > ফুটবল

ফিফা আনছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ

প্রতি বছর অল্প সংখ্যক দল নিয়ে হতো ক্লাব বিশ্বকাপ। এবার সেই ধারণা থেকে বেরিয়ে আসছে ফিফা। ৩২ দল নিয়ে হবে পরবর্তী ক্লাব বিশ্বকাপ।

আজ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্লাব বিশ্বকাপের ধারণা দিয়েছেন। যেখানে ৭ দল থেকে বেড়ে হচ্ছে ৩২ দল। ২০২৫ থেকে হবে ৩২ দলের এই ক্লাব বিশ্বকাপ। যা অনেকটা ফুটবল বিশ্বকাপের আদলে হবে। ইনফান্তিনো বলেন, ‘৩২ দলের ক্লাব বিশ্বকাপ হবে। প্রতি চার বছর পর পর হবে এবং এটা হবে ২০২৫ সাল থেকে। বিশ্বের সেরা দলগুলো এখানে অংশগ্রহণ করবে।’

এমন পরিকল্পনা অবশ্য অনেক আগে থেকেই ছিল বলে জানিয়েছেন ইনফান্তিনো। ফিফার সভাপতি বলেন, ‘৪ বছর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম যে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ হতো। ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে বাতিল করা হয়েছে।’ 

আগে ক্লাব বিশ্বকাপে অংশ নিত ৭ দল। ৬ কনফেডারেশনের সেরা দল এবং আয়োজক দেশের একটি ক্লাব। এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের হয়েছে ১৮ মৌসুম। তার মধ্যে সর্বোচ্চ চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে দেয় চেলসি।

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর