হোম > খেলা > ফুটবল

‘গ্রাহাম পটার অনেক হয়েছে’

সবকিছু নতুন করে সাজালেও পুরোনো ফর্মেই আছে চেলসি। কোনো টুর্নামেন্টেই তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে ফর্মে আছে ক্লাবটি। এমন পারফরম্যান্সে সমর্থকদের সঙ্গে খেপেছেন ফ্রাঙ্ক লেবোউফও। তিনি কোচ গ্রাহাম পটারকে খোঁচা দিয়ে জানিয়েছেন, সে অনেক করেছে।

এফএ কাপ থেকে গতকাল ম্যানসিটির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর ইএসপিএনকে এমনটি জানিয়েছেন লেবোউফ। দলটির হয়ে ২০১ ম্যাচ খেলা সাবেক এই তারকা বলেছেন, ‘জনাব, পটার অনেক হয়েছে। এখন দলটির কিছু পরিবর্তন করা উচিত। আমি যে ক্লাবকে চিনি, সেটা এটা নয়। ইউরোপের চ্যাম্পিয়ন হতে তুমি অনেক দূরে আছ।’

সবশেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে চেলসি। ব্লুজরা সমর্থকদের খুশি করতে পারছেন না বলেও জানিয়েছেন লেবোউফ। ৫৪ বছর বয়সী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘যা দেখছি তা নিয়ে খুবই হতাশ। আমার মনে হয় এটি সত্যিই অসম্মানজনক। সমর্থকদের গর্ব করার মতো কোনো কিছুই তারা করেনি। এর জন্য তাদের লড়াই করতে হবে।’

ক্লাবের এমন টালমাটাল সময় আর কখনো দেখেননি বলে জানিয়েছেন লেবোউফ। সঙ্গে বর্তমান খেলোয়াড়েরা যে ক্লাবের প্রতি দায়বদ্ধ নয়, সেটিও জানিয়েছেন তিনি। ক্লাবটির হয়ে দুবার এফএ কাপ জয়ী ফুটবলার বলেছেন, ‘চেলসির এমন খারাপ সময় কখনো দেখিনি। খেলোয়াড়দের কোনো ইচ্ছা নেই। তাদের কোনো সাহস নেই। ক্লাবটির হয়ে লড়াই করার কোনো মনোবল নেই। এমনকি কোনো গর্বও নেই।’

এফএ কাপে গতকাল ছিটকে যাওয়ার সময় সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছেন পটার। তাঁকে খোঁচা দেওয়ার সময় দলটির সমর্থকেরা সাবেক কোচ টমাস টুখেলকে আবারও ফিরিয়ে আনার গানও ধরেছিলেন।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার