হোম > খেলা > ফুটবল

রেকর্ড গড়ে পিএসজিকে চ্যাম্পিয়ন করলেন এমবাপ্পে

রেকর্ড গড়তে ১ গোলের প্রয়োজন ছিল কিলিয়ান এমবাপ্পের। সেই সুযোগটাও এমন রাতে পেলেন, এক ঢিলে যেন দুই পাখি মারলেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করার সঙ্গে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

গতকাল ফ্রেঞ্চ সুপার কাপে গোল করে দলকে ১২তম বারের মতো চ্যাম্পিয়ন করেছেন এমবাপ্পে। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের গোলেই তুলুজকে হারিয়েছে পিএসজি এমনটা নয়, তার আগে দলের হয়ে প্রথম গোলটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া লি ক্যাং-ইন। দুজনের গোলেই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। এবারের শিরোপাটি সর্বশেষ ১০ বারের মধ্যে নবম। মাঝে শুধু ২০২১ সালেই জিততে পারেনি তারা। 

দলের জয়ে অবদান রাখা ১ গোলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। কীর্তি গড়তে যাঁকে পেছনে ফেলেছেন, তিনি হচ্ছেন এডিনসন কাভানি। এর আগে উরুগুয়ের সাবেক এই স্ট্রাইকারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। 

লিগ-১, সব মিলিয়ে পিএসজির সর্বোচ্চ গোলের রেকর্ড কেড়ে নেওয়ার পর গতকাল পার্ক দ্য প্রিন্সেসের গোলসংখ্যার চূড়ায়ও উঠেছেন এমবাপ্পে। এখন ১১১ গোল নিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ গোলদাতা তিনি। এত দিন ১১০ গোল নিয়ে কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

ব্রাজিলের ক্লাবের কাছে পাত্তাই পেলেন না বীতশোক-কাসপাররা

নেপালের ক্লাবের কাছে বিধ্বস্ত নাসরিন

বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিলেন স্কালোনি

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ