হোম > খেলা > ফুটবল

রেকর্ড গড়ে পিএসজিকে চ্যাম্পিয়ন করলেন এমবাপ্পে

রেকর্ড গড়তে ১ গোলের প্রয়োজন ছিল কিলিয়ান এমবাপ্পের। সেই সুযোগটাও এমন রাতে পেলেন, এক ঢিলে যেন দুই পাখি মারলেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করার সঙ্গে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

গতকাল ফ্রেঞ্চ সুপার কাপে গোল করে দলকে ১২তম বারের মতো চ্যাম্পিয়ন করেছেন এমবাপ্পে। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের গোলেই তুলুজকে হারিয়েছে পিএসজি এমনটা নয়, তার আগে দলের হয়ে প্রথম গোলটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া লি ক্যাং-ইন। দুজনের গোলেই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। এবারের শিরোপাটি সর্বশেষ ১০ বারের মধ্যে নবম। মাঝে শুধু ২০২১ সালেই জিততে পারেনি তারা। 

দলের জয়ে অবদান রাখা ১ গোলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। কীর্তি গড়তে যাঁকে পেছনে ফেলেছেন, তিনি হচ্ছেন এডিনসন কাভানি। এর আগে উরুগুয়ের সাবেক এই স্ট্রাইকারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। 

লিগ-১, সব মিলিয়ে পিএসজির সর্বোচ্চ গোলের রেকর্ড কেড়ে নেওয়ার পর গতকাল পার্ক দ্য প্রিন্সেসের গোলসংখ্যার চূড়ায়ও উঠেছেন এমবাপ্পে। এখন ১১১ গোল নিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ গোলদাতা তিনি। এত দিন ১১০ গোল নিয়ে কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা