হোম > খেলা > ফুটবল

হালান্ডের পেনাল্টি মিস, আবারও মাথায় হাত গার্দিওলার

ক্রীড়া ডেস্ক    

পেনাল্টি মিসের পর হতাশ হালান্ড। ছবি: এএফপি

ব্যর্থতার বৃত্তের পরিধিটা আরেকটু বাড়ল ম্যানচেস্টার সিটির। সিটিজেনদের বড়দিনের খুশির আনন্দ শেষ হয়ে গেল বক্সিং ডে’তেই। আজ আবারও যে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল!

নিজেদের মাঠ ইতিহাদে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি সিটি। এভারটনের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়শূন্য রেকর্ড চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লিগে টানা দুই হারের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো সিটিকে।

জেতার সুযোগ অবশ্য পেয়েছিল গার্দিওলার দল। তবে কাজে লাগাতে পারেনি আর্লিং হালান্ড। ৫৩ মিনিটে নরওয়েজীয় স্ট্রাইকারের স্পট কিক রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সেই শটের পর হতাশায় মুখ ঢাকেন গার্দিওলা। বসে পড়েন মাথায় হাত দিয়ে। অন্যদিকে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন পিকফোর্ড।

তার আগে দুই দল বিরতিতে যায় ১-১ ব্যবধানে সমতায় থেকে। জেরেমি ডকুর পাস থেকে ১৪ মিনিটে এভারটনের জাল খুঁজে নিয়েছিলেন বের্নার্দো সিলভা। এই মৌসুমে লিগে পর্তুগিজ মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেছিলেন ৪ ডিসেম্বর, নটিংহাম ফরেস্টের বিপক্ষে। তবে ব্যবধান ধরে বিরতিতে যেতে পারেনি সিটি। ৩৬ মিনিটে সমতায় ফেরে এভারটন।

আবারও পয়েন্ট বিসর্জন দিয়ে সিটি নেমে গেছে ছয় নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে এভারটন।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক