হোম > খেলা > ফুটবল

৭ মাসেই ছাঁটাই হলেন হামজাদের কোচ

ক্রীড়া ডেস্ক    

নিস্টলরয়কে বরখাস্ত করল হামজার ক্লাব লেস্টার সিটি। ছবি: লেস্টার

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার সিটির অবস্থান এখন চ্যাম্পিয়নশিপ লিগে। সেই মৌসুমের দ্বিতীয় পর্ব অবশ্য লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে কাটান হামজা চৌধুরী। মৌসুম শেষে আবারও লেস্টারে ফিরে যান বাংলাদেশের এই মিডফিল্ডার। ফিরেই দেখলেন কোচের পরিবর্তন।

গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে কো রুড ফন নিস্টলরয়কে বরখাস্ত করেছে লেস্টার। গত নভেম্ভরে আড়াই বছরের চুক্তিতে লেস্টারের কোচ হন নিস্টলরয়। তাঁর মূল লক্ষ্য ছিল অবনমনের কিনারা থেকে দলকে তুলে আনা। কিন্তু লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তাই চাকরি ছাড়তে হলো সাত মাসেই।

প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তে থাকায় অবনমনের মুখ দেখে লেস্টার। নিস্টলরয়ের অধীনে ২৭ ম্যাচে শুধু পাঁচটিতে জয় পায় তারা, হেরেছে ১৯ টিতে। বরখাস্ত হওয়ার পর নিস্টলরয় বলেন, ‘ব্যক্তিগতভাবে লেস্টার সিটির খেলোয়াড়, কোচ, একাডেমি ও ক্লাবের সকল কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমার সঙ্গে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। সেই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য এবং ক্লাবের ভবিষ্যতের জন্য শুভকামনা।’

চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩০ জুন থেকে শুরু হবে হামজাদের প্রাক-মৌসুম প্রস্তুতি। নতুন কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত বাকি কোচিং স্টাফরা অনুশীলনের দেখভাল করবেন।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো