হোম > খেলা > ফুটবল

মেসিকে বার্সায় ফেরানোর ইচ্ছের কথা ক্লাব সভাপতিকে জানালানে জাভি

এবারের দলবদলে বার্সা রবার্ট লেভানডফস্কি, রাফিনহাদের দলে ভিড়িয়ে আক্রমণভাগে বৈচিত্র্যতা এনেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হেরে গতকাল ম্যাচশেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও  বার্সেলোনার এই দলটাকে শক্তিশালী তকমা দিয়েছেন। আর্থিক সংকটে থাকা বার্সা দলের শক্তি বাড়াতে আরও খেলোয়াড় কিনতে চান। 

এবার শোনা যাচ্ছে, ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে দলে ভেড়াতে চায় বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে বার্সায় ফেরানো ইচ্ছার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কাছে জানিয়েছেন, বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এক সময়ের মেসির সতীর্থ ছিলেন জাভি। তাই মাঠে মেসি কী করতে পারেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থেকেই হয়তো জাভির এমন চাওয়া। বার্সা কোচের বিশ্বাস, মেসি তাঁর পুরোনো ঠিকানায় ফিরলে পারফরম্যান্সের সঙ্গে আর্থিকভাবেও বার্সা ঘুরে দাঁড়াবে কাতালানরা। 

নাটকীয় এক দলবদলে গত বছর  বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন মেসি। মেসির এই দলবদল গত কয়েক মৌসুমের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি ছিল। পিএসজিতে নাম লিখিয়ে মেসি অবশ্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বার্সা ছেড়ে আসার সময় মেসি অবশ্য বলেছিলেন, তিনি ভুল সিদ্ধান্ত নেননি। তবে এবার বার্সা যদি মেসিকে ফেরার প্রস্তাব দেন ,  তিনি কী সিদ্ধান্ত নেন সেটিই দেখার বিষয়।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ