হোম > খেলা > ফুটবল

সেরা চারে থাকা চ্যালেঞ্জিং মনে করছেন চেলসি কোচ

চলতি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে গেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দলটি রয়েছে প্রথম চারের বাইরে। সেরা চারে থাকা বেশ চ্যালেঞ্জিং মনে করছেন চেলসি কোচ গ্রাহাম পটার। 

গতকাল সিটি গ্রাউন্ড স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় নটিংহাম ফরেস্ট ও চেলসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তাতে লিগে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়েছে চেলসি। পয়েন্ট তালিকার ৮ নম্বরে রয়েছে ব্লুজরা। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন চেলসি কোচ পটার। একই সঙ্গে ফরেস্টকেও কৃতিত্ব দিয়েছেন। ব্লুজ কোচ বলেন, ‘আমাদের পারফরম্যান্স তেমন একটা ভালো হয়নি। নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও আমরা ভালো খেলতে পারিনি। আমাদের পরবর্তী ম্যাচের দিকে ফোকাস রাখতে হবে। তবে আমাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’ 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৬ ম্যাচে ১৪ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪৩ পয়েন্ট পেয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৬। তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৪ ও ৩২।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী