হোম > খেলা > ফুটবল

ক্রোয়েশিয়া ম্যাচের আগে ফিট দি মারিয়া-ডি পল

আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জিতলেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আর্জেন্টিনার জন্য সুসংবাদ হয়ে এসেছে আনহেল দি মারিয়া ও রদ্রিগো ডি পলের ফিট হওয়ার খবর।

দি মারিয়া-ডি পলের ফিট হওয়ার খবরটি নিশ্চিত করেছেন খোদ দলের কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, দুজনের ফিট হওয়ার বিষয়টি তাঁদের স্বস্তি দিচ্ছে।

স্কালোনি বলেছেন, ‘কীভাবে খেলব আজ (গতকাল) আমরা সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। উভয় খেলোয়াড় (ডি পল ও দি মারিয়া) ফিট আছে। তাদের সুস্থতা আমাদের স্বস্তি দিচ্ছে।’ 

তবে পুরো ম্যাচে ডি পল ও দি মারিয়াকে পাওয়া যাবে কি না তা নিয়ে একটু দ্বিধার কথাই জানিয়েছেন স্কালোনি। ৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমাদের এখন ভাবতে হবে তারা কত সময় খেলতে পারবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ (গতকাল) ও ম্যাচের দিন সময় পাব। তবে বুঝতে পেরেছি, তারা খেলার জন্য প্রস্তুত।’ 

গ্রুপ পর্বের তিন ম্যাচে খেললেও পেশির চোটে শেষ ষোলোয় খেলতে পারেননি দি মারিয়া। আর অসুস্থতা নিয়েই কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আট মিনিট খেলেছেন ৩৪ বছর বয়সী জুভেন্টাস স্ট্রাইকার। অন্যদিকে সব ম্যাচে খেললেও নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৬ মিনিটে একই চোটে মাঠ ছাড়েন ডি পল। আজ দুজনের ফিট হওয়ার খবর দলে স্বস্তি এনে দিয়েছে।

ডি পল ও দি মারিয়াকে পেলেও সেমিফাইনালে পাচ্ছেন না রক্ষণভাগের দুই সেনানী মার্কোস আকুনিয়া ও গঞ্জালো মন্তিয়েল। কার্ডের জন্য ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না দুজনই।

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ