হোম > খেলা > ফুটবল

ক্রোয়েশিয়া ম্যাচের আগে ফিট দি মারিয়া-ডি পল

আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জিতলেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আর্জেন্টিনার জন্য সুসংবাদ হয়ে এসেছে আনহেল দি মারিয়া ও রদ্রিগো ডি পলের ফিট হওয়ার খবর।

দি মারিয়া-ডি পলের ফিট হওয়ার খবরটি নিশ্চিত করেছেন খোদ দলের কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, দুজনের ফিট হওয়ার বিষয়টি তাঁদের স্বস্তি দিচ্ছে।

স্কালোনি বলেছেন, ‘কীভাবে খেলব আজ (গতকাল) আমরা সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। উভয় খেলোয়াড় (ডি পল ও দি মারিয়া) ফিট আছে। তাদের সুস্থতা আমাদের স্বস্তি দিচ্ছে।’ 

তবে পুরো ম্যাচে ডি পল ও দি মারিয়াকে পাওয়া যাবে কি না তা নিয়ে একটু দ্বিধার কথাই জানিয়েছেন স্কালোনি। ৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমাদের এখন ভাবতে হবে তারা কত সময় খেলতে পারবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ (গতকাল) ও ম্যাচের দিন সময় পাব। তবে বুঝতে পেরেছি, তারা খেলার জন্য প্রস্তুত।’ 

গ্রুপ পর্বের তিন ম্যাচে খেললেও পেশির চোটে শেষ ষোলোয় খেলতে পারেননি দি মারিয়া। আর অসুস্থতা নিয়েই কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আট মিনিট খেলেছেন ৩৪ বছর বয়সী জুভেন্টাস স্ট্রাইকার। অন্যদিকে সব ম্যাচে খেললেও নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৬ মিনিটে একই চোটে মাঠ ছাড়েন ডি পল। আজ দুজনের ফিট হওয়ার খবর দলে স্বস্তি এনে দিয়েছে।

ডি পল ও দি মারিয়াকে পেলেও সেমিফাইনালে পাচ্ছেন না রক্ষণভাগের দুই সেনানী মার্কোস আকুনিয়া ও গঞ্জালো মন্তিয়েল। কার্ডের জন্য ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না দুজনই।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের