হোম > খেলা > ফুটবল

দ্রুতই সত্যটা জানাবেন রোনালদো

দলবদলের পুরোটা সময়জুড়ে গুঞ্জনের কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার ইচ্ছে পোষণের পর থেকে নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে রোনালদোর দাবি, তাঁকে নিয়ে যত সংবাদ হয়েছে তার প্রায় ৯৫ শতাংশই মিথ্যা। আর সত্যটা দ্রুতই জানাবেন তিনি।

রোনালদো শুরু থেকে ক্লাব ছাড়ার ব্যাপারে অনড় অবস্থানে থাকলেও, কদিন আগেও ম্যান ইউনাইটেড বস এরিক টেন হাগ দাবি করেছিলেন, রোনালদো বিক্রির জন্য নয়, তাঁকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। তবে এই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। রোনালদোকে ছাড়া প্রাক মৌসুম প্রস্তুতিতে সাফল্য পাওয়া ম্যান ইউনাইটেড প্রিমিয়ার লিগে শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দী।

পরপর দুই ম্যাচ হারের দায় এসে পড়েছে রোনালদোর ওপরও। এক খবরে সম্প্রতি বিবিসি বলেছে, রোনালদোকে এখন আর রাখতে চায় না ম্যান ইউনাইটেড। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ খুলেছেন রোনালদো নিজেই। বলেছেন, সত্য নিয়ে ক’দিন পরেই হাজির হচ্ছেন তিনি। 

দলবদল নিয়ে এত দিন সরাসরি কিছু না বলা রোনালদো এবার মুখ খুলেছেন এক ভক্তের পোস্টে কমেন্ট করতে গিয়ে। সেই পোস্টটিতে রোনালদোর আতলেতিকো মাদ্রিদে যাওয়ার কথা বলা হচ্ছিল। রোনালদোকে নিতে রোনালদো সেই পোস্টের নিচের মন্তব্য করতে গিয়ে লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে তারা যখন সাক্ষাৎকার নেবে তখন সত্যটা জানতে পারবে। সংবাদমাধ্যমগুলো মিথ্যা কথা বলছে।’

তাঁকে নিয়ে করা সংবাদগুলো মিথ্যা দাবি করে রোনালদো আরও বলেছেন, ‘আমার একটি নোটবুক আছে। যেখানে আমাকে নিয়ে করা ১০০টি সংবাদের কথা আছে। যার মাঝে কেবল ৫টি সত্য।’

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর