ইউরোপীয় ফুটবল সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, বায়ার্ন মিউনিখের কোচ হুলিয়ান নাগলসমানের বরখাস্ত হওয়ার সংবাদ শুনে নিশ্চিতভাবেই চমকে গেছেন। নাগলসমানের বহিস্কার হওয়া এবং নতুন কোচ হিসেবে থমাস টুখেলের যোগদানের ব্যাপারে কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না ফুটবল ভক্তরা।
জার্মানের আরেক ক্লাব লাইপজিগ থেকে ২০২১ সালে বায়ার্নে এসেছেন নাগলসমান। তাঁর অধীনে জার্মান এই জায়ান্ট ক্লাব প্রথম মৌসুমে বুন্দেসলিগা এবং টানা দুটি সুপার কাপ জেতে। তবে ক্লাবের ভেতরে-বাইরের কিছু বিষয় নিয়ে নাগলসমানের ওপর সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তাঁকে চাকরিচ্যুত করার কিছু কারণ দেখে নেওয়া যাক।