হোম > খেলা > ফুটবল

অবসরের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

কোচিং ক্যারিয়ারের সময়টা বেশ উপভোগ করছেন কার্লো আনচেলত্তি। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সঙ্গে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন লা লিগাও। নতুন মৌসুম শুরু করেছেন উয়েফা সুপার কাপ জিতে। এমন সুখকর সময়ে আবার তিনি ফুটবলারদের জন্য মন খারাপের সংবাদ দিয়েছেন। খুব শিগগির কোচিং ক্যারিয়ার থেকে অবসর নেবেন জানিয়েছেন ইতালিয়ান কোচ।

৩০ বছর ধরে কোচিং ক্যারিয়ারে আছেন আনচেলত্তি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউরোপের জনপ্রিয় লিগগুলোতে কোচিং করিয়েছেন। তাঁর ক্যারিয়ারে নতুন ট্রফি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বয়সও বাড়ছে। সে জন্যই হয়তো ৬৩ বছর বয়সী কোচ অবসরের ইঙ্গিত দিলেন। তিনি নিজের ক্যারিয়ার ও জীবনবোধ সম্পর্কে বলেছেন, ‘আমার ক্যারিয়ারে ২৪টি শিরোপা আছে। সত্যি বলতে কি সংখ্যাটি আমাকে খুব একটা ভাবায় না। শেষে এটা নিয়ে ভাবব যখন এর গুরুত্ব আরও অর্থপূর্ণ হবে। বর্তমানে আমি অনুশীলনে মনোযোগী। প্রতিদিনের কাজ করতে পছন্দ করি। কয়েক বছর আগে আমার অগ্রাধিকার ছিল কৌশলে। এখন আমি মানবিক সম্পর্কে আস্থা রাখছি। নতুন প্রজন্ম ও মানুষকে জানতে আগ্রহী হচ্ছি।’ 

নিজের দর্শন সম্পর্কে সংবাদমাধ্যমকে জানানোর পর অবসরের বিষয়ে বলেছেন আনচেলত্তি। কয়েক বছর পর অবসর নেবেন জানান তিনি। নিজের কোচিং ক্যারিয়ারের ইতি টানতে চান রিয়ালেই। ইতালিয়ান কোচ বলেছেন, ‘মাদ্রিদের এ মেয়াদ আমার ক্যারিয়ারের ইতি ঘটবে। রিয়াল মাদ্রিদের পরেই অবসর নেবো। ফুটবলে রিয়াল মাদ্রিদ বড় দল। তাই এ ক্লাবের অভিজ্ঞতা নিয়ে বিদায় নেওয়াটা হবে দারুণ।’ 

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপা জিতেছেন আনচেলত্তি। ফুটবলের অল টাইম গ্রেটেস্ট কোচদের কাতারে নিজেকে নিয়েছেন তিনি। কিছু ক্ষেত্রে আবার অন্যান্যদের ছাড়িয়ে গিয়েছেন রিয়াল কোচ। প্রথম কোচ হিসেবে জিতেছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগ, চারটি করে চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। 

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার