হোম > খেলা > ফুটবল

মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন, জানালেন আবার আসবেন কবে

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ ছাড়লেন হামজা। ছবি: বাফুফে

হামজা দেওয়ান চৌধুরী সিলেটে পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন এবার ইংল্যান্ডে। এক ফ্লাইটে সকাল ১০টা ৪০ মিনিটে আজ বাংলাদেশ ছেড়েছেন তিনি।

হামজাকে আবারও লাল-সবুজের জার্সিতে নিশ্চয়ই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন সমর্থকেরা। আবার বাংলাদেশে আসবেন কবে হামজা? আগামী দুই মাসে অবশ্য বাংলাদেশের কোনো ম্যাচ নেই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচটি খেলার জন্য আবারও আসবেন এই মিডফিল্ডার।

বাংলাদেশের আতিথেয়তা এবং ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হামজাও। যাওয়ার আগে ভিডিও বার্তায় বললেন, ‘ধন্যবাদ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনাদের (সমর্থন) আমার কাছে কতটা অর্থবহ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’

জুনে ফেরার কথা জানিয়ে বললেন, ‘ইনশা আল্লাহ, আমি জুনে ফিরব। আমার সুস্বাস্থ্য এবং ফিরে আসার জন্য দোয়া করবেন। ইনশা আল্লাহ, জুনে আবার দুটি বড় ম্যাচে আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’ গত ১৭ মার্চ মা-বাবা, স্ত্রী-সন্তান ও ভাইসহ মোট নয় সফরসঙ্গীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা।

শিলংয়ে হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা-জামালরা।

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের