হোম > খেলা > ফুটবল

মেসির কোচের প্রয়োজন নেই, বলছেন মরিনহো

মৌসুমের মাঝপথে রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বর্তমানে বেকার সময়ই কাটাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ। পর্তুগিজ কোচের জন্য এমনটা অবশ্য নতুন নয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ক্যারিয়ারে ছয়বার বরখাস্ত হয়েছেন তিনি। 

ভবিষ্যতে নতুন কোনো ক্লাব নাকি পুরোনো কোনো ঠিকানায় দেখা যাবে তাঁকে—এসব নিয়েই ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনহো। কথা প্রসঙ্গে সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে কোন তারকাকে কোচিং করাতে চান তিনি। উত্তরে লিওলেন মেসির নাম উদাহরণস্বরূপ বলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

এখন পর্যন্ত ৯টি দলকে কোচিং করিয়েছেন মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তো সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আরও অনেক তারকা ফুটবলারকে শিষ্য পেয়েছেন উয়েফার শীর্ষ তিন লিগের শিরোপাজয়ী একমাত্র কোচ। সব মিলিয়ে ২৬টি ট্রফি জিতেছেন ক্যারিয়ারে। 

সেদিক থেকে মেসির গুরু হতে পারলেই নিশ্চয়ই বিশেষ কিছুই হবে মরিনহোর জন্য। তবে অষ্টম ব্যালন ডি’অর বিজয়ীর কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত কোচ বলেছেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। তবে মেসির কোনো কোচের প্রয়োজন নেই...। সে সবকিছু নিয়েই জন্মেছে। উল্টো সে-ই আপনাকে কিছু শেখাতে পারে।’ এখন দেখার বিষয়ে, ভবিষ্যতে মেসিকে শিষ্য হিসেবে পান কিনা ৬১ বছর বয়সী কোচ।

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...